Saturday, August 23, 2025

একদিকে মানব পাচার মামলার (Human trafficking cases) যোগসূত্র, অন্যদিকে আবার নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ- এবার ব্যবসায়ী সঞ্জীব দেবের বাড়িতে এনআইএ (NIA)। মঙ্গলবার গভীর রাত থেকে বারাসতে চলে ম্যারাথন তল্লাশি। তল্লাশি শেষে নবপল্লির ১১ নম্বর রেলগেট সংলগ্ন রমেশপল্লির ছায়ানট অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান কেন্দ্রীয় আধিকারিকরা বলে খবর। তদন্তকারীরা এই অভিযান সংক্রান্ত কোনও তথ্য মিডিয়ার সামনে প্রকাশ না করলেও মনে করা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। এমনকি মানব পাচারের মতো শাস্তিযোগ্য অপরাধও করেছেন তিনি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে এই মামলায় শুধু এ রাজ্যে নয় দেশ জুড়েই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন NIA আধিকারিকরা।

স্থানীয়রা বলছেন বারাসতের চাঁপাডালি এলাকায় সঞ্জীবের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিস রয়েছে। মূলত সেখানেই তল্লাশি চলে। এর আগে ফ্ল্যাটেও যান অফিসাররা। সঞ্জীবের স্ত্রী জানিয়েছেন, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে এনআইএ বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে। যদিও অভিযুক্তের স্ত্রীয়ের দাবি এইনি এই সম্পর্কে কিছু জানেন না। অন্যদিকে গাইঘাটা থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version