Saturday, August 23, 2025

ফের সংবাদ শিরোনাম উঠে এলো শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। তবে এমন খবর শুনে তাজ্জব হবেন আপনিও। জানা যাচ্ছে, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে ইঁদুরের (Rat) দলকে নিয়ে মাথাব্যথার শেষ নেই পুলিশের (Police)। অভিযোগ, দিনে দিনে ইঁদুরের দাপাদাপি যেন সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। দিনকয়েক আগেই অভিযান চালিয়ে শিবরাজ রাজ্য থেকে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিচারকদের সামনে আজব দাবি করল পুলিশ। তাঁরা জানালেন, ওই মদ ডাকাতি করেছে একদল ইঁদুর। পরে অনেক খুঁজে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্ৰেফতার করতে পেরেছে পুলিশ। তবে সত্যিই কী এমনটা সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। পরে থানার গুদামে ওই বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি রাখা হয়েছিল। কিন্তু সেখানেই মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্যে সর্বনাশের শেষ নেই। আদালতে পুলিশের দাবি, তারা খালি বোতল সামনে আনতে পারবে কারণ মদ খেয়ে ফেলেছে সিদ্ধিদাতা গণেশের বাহন। ইতিমধ্যেই ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে শুধু মদই নয়, ইঁদুর অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে বলে অভিযোগ পুলিশের। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে পুলিশকে। তবে শুধু ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অনান্য সরকারি দফতরেও ইঁদুরের দাপট চোখে পড়ার মতো।

 

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version