Sunday, November 9, 2025

ফের সংবাদ শিরোনাম উঠে এলো শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। তবে এমন খবর শুনে তাজ্জব হবেন আপনিও। জানা যাচ্ছে, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে ইঁদুরের (Rat) দলকে নিয়ে মাথাব্যথার শেষ নেই পুলিশের (Police)। অভিযোগ, দিনে দিনে ইঁদুরের দাপাদাপি যেন সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। দিনকয়েক আগেই অভিযান চালিয়ে শিবরাজ রাজ্য থেকে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিচারকদের সামনে আজব দাবি করল পুলিশ। তাঁরা জানালেন, ওই মদ ডাকাতি করেছে একদল ইঁদুর। পরে অনেক খুঁজে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্ৰেফতার করতে পেরেছে পুলিশ। তবে সত্যিই কী এমনটা সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। পরে থানার গুদামে ওই বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি রাখা হয়েছিল। কিন্তু সেখানেই মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্যে সর্বনাশের শেষ নেই। আদালতে পুলিশের দাবি, তারা খালি বোতল সামনে আনতে পারবে কারণ মদ খেয়ে ফেলেছে সিদ্ধিদাতা গণেশের বাহন। ইতিমধ্যেই ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে শুধু মদই নয়, ইঁদুর অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে বলে অভিযোগ পুলিশের। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে পুলিশকে। তবে শুধু ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অনান্য সরকারি দফতরেও ইঁদুরের দাপট চোখে পড়ার মতো।

 

 

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version