Monday, August 25, 2025

ফের সংবাদ শিরোনাম উঠে এলো শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। তবে এমন খবর শুনে তাজ্জব হবেন আপনিও। জানা যাচ্ছে, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে ইঁদুরের (Rat) দলকে নিয়ে মাথাব্যথার শেষ নেই পুলিশের (Police)। অভিযোগ, দিনে দিনে ইঁদুরের দাপাদাপি যেন সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। দিনকয়েক আগেই অভিযান চালিয়ে শিবরাজ রাজ্য থেকে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিচারকদের সামনে আজব দাবি করল পুলিশ। তাঁরা জানালেন, ওই মদ ডাকাতি করেছে একদল ইঁদুর। পরে অনেক খুঁজে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্ৰেফতার করতে পেরেছে পুলিশ। তবে সত্যিই কী এমনটা সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। পরে থানার গুদামে ওই বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি রাখা হয়েছিল। কিন্তু সেখানেই মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্যে সর্বনাশের শেষ নেই। আদালতে পুলিশের দাবি, তারা খালি বোতল সামনে আনতে পারবে কারণ মদ খেয়ে ফেলেছে সিদ্ধিদাতা গণেশের বাহন। ইতিমধ্যেই ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে শুধু মদই নয়, ইঁদুর অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে বলে অভিযোগ পুলিশের। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে পুলিশকে। তবে শুধু ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অনান্য সরকারি দফতরেও ইঁদুরের দাপট চোখে পড়ার মতো।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version