Sunday, May 4, 2025

সাংসদ পদ খা.রিজের সুপারিশ এথিক্স কমিটির, পা.ল্টা চ্যা.লেঞ্জ মহুয়ার

Date:

রাজনৈতিকভাবে লড়তে না পেরে সংসদে তৃণমূলকে কোণঠাসা করার অপচেষ্টা। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি। বুধবার, ৫০০ পাতার ওই রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আইনি তদন্তের পরামর্শও কেন্দ্রকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মহুয়ার কাজ ‘অত্যন্ত আপত্তিকর’ ও ‘অনৈতিক’ বলে মনে করে কমিটি। “এটা জানাই ছিল। যা হবে দেখা যাবে”- চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য মহুয়ার।

৫০০ পাতার এথিক্স কমিটির খসড়া রিপোর্টে অভিযোগ করা হয়েছে, “বাইরের লোককে লোকসভার লগ-ইন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন মহুয়া”। সংসদের কাজ, “অত্যন্ত আপত্তিকর, অনৈতিক এবং অপরাধমূলক” বলেও রিপোর্টে বলা হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয় এই বিষয়ে কেন্দ্রকে আইনি তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সুপারিশের প্রতিক্রিয়ায় মহুয়া মৈত্র জানান, ‘‘প্রথম থেকেই এটা জানা ছিল। যা হবে, দেখা যাবে। যত বেশি ওরা এ সব করবে, আমরা তত বেশি লড়াইয়ে নামব।’’

আগে থেকেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। কোনও সিদ্ধান্তের আসার আগেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dube) দাবি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে না কি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই পোস্টের পরেই পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তীব্র আক্রমণ করেন কৃষ্ণনগরের সাংসদ (Mahua Moitra)।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন মহুয়া। আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ। এখানেই থেমেছেন বিজেপি সাংসদ। এখনও এই বিষয়ে কোনও কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের ভার দেওয়া হয়েছে বলে খবর নেই। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ তদন্তকে প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ বিরোধীদের।

নিশিকান্তের পোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা ধুয়ে দেন মহুয়া মৈত্র। X হ্যান্ডেলে তিনি লেখেন, “আদানি কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার ছাড়পত্র পেলন? প্রথমে আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারি নিয়ে এফআইআর করা উচিত সিবিআইয়ের। তারপর আমার কাছে আসবেন।“ এক্স হ্যান্ডলে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- ‘এজেন্সি দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে পারে না’, কেন্দ্রকে বিঁ.ধল সুপ্রিম কোর্ট

 

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version