Thursday, December 18, 2025

এথিক্স কমিটির ভোটেও বিজেপি-র মি.থ্যাচার! শরিকদলের নেত্রীকে কংগ্রেস বলে চালানোর অ.পচেষ্টা

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসা! প্রত্যাশার মতোই মহয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে পদক্ষেপ নিল লোকসভার এথিক্স কমিটি। লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশে সিলমোহর দিয়ে স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো হয়েছে। এই কমিটির বৈঠকেও ভোটাভুটি নিয়েও মিথ্যাচার বিজেপির (BJP)। এথিক্স কমিটির বৈঠকে মহুয়ার বিপক্ষে ভোট পড়েছে ৬টি, পক্ষে ৪টি। গেরুয়া শিবিরের দাবি, কংগ্রেসের এক সদস্য তৃণমূল (TMC) সাংসদের বিপক্ষে ভোটে দিয়েছেন। কিন্তু আদপে সেটি সত্য নয়। যিনি কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তিনি অনেক আগেই কংগ্রেস থেকে বহিষ্কৃত। শুধু তাই নয়, পৃথক দল খুলে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

বৃহস্পতিবার, এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট পাশ হয়েছে। মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ৬ জন সদস্য, বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪ জন। এই রিপোর্ট পাঠাচ্ছে স্পিকারের কাছে। ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই রিপোর্ট। এদিনের বৈঠকে শুরুতে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সেই সময়ই মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাংসদ পদ খারিজের বিরুদ্ধে মত দেন বিরোধী সাংসদরা। এরপর ভোটাভুটির সময় মহুয়া মৈত্রকে বহিষ্কারের পক্ষে ভোট দেন চেয়ারম্যান বিনোদ সোনকার, অপরাজিতা ষড়ঙ্গী, প্রণিত কৌর, সুমেদানন্দ, হেমন্ত গডসে, রাজদীপ রাই। বিপক্ষে ভোট দেন গিরিধারী যাদব, দানিশ আলি, বৈথিলিঙ্গম ও নটরাজন। বৈঠকের আগেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার এবং কমিটির অন্যান্য বিজেপি সদস্যদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ করেন বিএসপি সাংসদ দানিশ আলি। তাঁর অভিযোগ, বিজেপি সদস্যরা কমিটির আলোচনা ফাঁস করে দিয়েছেন।

 

মহুয়ার বিরুদ্ধে এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আগেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহুয়ার পক্ষ নিয়ে সরব হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কিন্তু বিরোধী জোটের মধ্যে বিভেদের অপচেষ্টায় এথিক্স কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী দাবি করেন, কগ্রেস সদস্য প্রণিত কৌরও এথিক্স কমিটির প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি সঠিক কাজ করেছেন বলেও দাবি করেন অপরাজিতা।

 

তবে, পরে জানা যায়, প্রণিত আসলে কংগ্রেস সাংসদ নন! তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী। এ বছর গোড়াতে পঞ্জাবে বিধানসভা ভোটের আগে, কংগ্রেস ছেড়ে বেরিয়ে দল খুলেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপির সঙ্গে জোটও বেঁধেছিল তাঁর দল। বিরোধীদের অভিযোগ প্রণীত এখন গেরুয়াতেই মজে। সেই কারণে তিনি যে মহুয়ার বিরুদ্ধে ভোট দেবেন সেটাই প্রত্যাশিত। সেখানে তাঁকে কংগ্রেস বলে দেখিয়ে হাত শিবিরের ভাঙন দেখানোর চেষ্টা বিজেপির।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...