Wednesday, July 16, 2025

সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কাকে দেখতে চান মহারাজ? জানালেন তিনি

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল।একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। তবে সেমিফাইনালে কাদের সঙ্গে ম্যাচ পড়বে তা এখনও পরিস্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাদ্যায় জানিয়ে দিলেন ভারতের সামনে শেষ চারের লড়াইয়ে কাকে চান?

বৃহস্পতিবার কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের ফাঁকে সৌরভ বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান খেলা হোক ইডেনে।” এখন প্রশ্ন হল, ভারত শীর্ষে থাকায় প্রথম সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে তো ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে ইডেনে কি করে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া? আসলে পাকিস্তান শেষ চারে উঠলে মুম্বই নয়, ম্যাচ হবে কলকাতায়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইতে। তাই ভুল বলছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালস মেন্টরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল হলে মানসিক চাপ পড়বে না? সৌরভ কিন্তু বললেন, “কিচ্ছু হবে না।”

টানা আট ম্যাচ জয়, এটা কি ভারতীয় দলকে আত্মতুষ্ট করে দিতে পারে? সৌরভের সটান জবাব, “আমি তো আটটা হেরে সেমিফাইনাল যেতে চাই না। তাই না? তাই এই সমস্ত সমস্যা হবে না।” মহম্মদ শামির বোলিং নিয়েও উচ্ছ্বসিত বাংলার মহারাজ। তিনি বলেন, “ও সেরা ফাস্ট বোলার।” দিল্লির অনুশীলনে এদিন দেখা গেল ঋষভ পন্থকে। চোট সারিয়ে তিনি এবারের আইপিএল-এ ফিরছেন।

পন্থের ফিটনেস নিয়ে সৌরভ বলেন, “ও সুস্থ হচ্ছে অনুশীলনে নামতে কিছুটা সময় লাগবে। তবে আইপিএল খেলবে।” বেশ কিছুটা সময় পন্থের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সৌরভকে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “ও দলের ক্যাপ্টেন। তাই ওর সঙ্গে দলের ব্যাপারে কথা বললাম। নিলাম আছে। তাই ওর সঙ্গে আলোচনা করলাম।”

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...

কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্প্রদায়ের, সেই বাঙালি মতুয়াদের হেনস্থা মহারাষ্ট্রে!

বিদ্বেষের রাজনীতিই অস্ত্র কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবার সেই অস্ত্রের কোপ এসে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর সম্প্রদায়ের মানুষের উপর।...

বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের)। এই সংগঠনের...

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...