ফের যু.দ্ধবিরতি লঙ্ঘন! পাক সেনাদের গু.লিতে নি.হত জওয়ান, আন্তর্জাতিক সীমান্তে চা.ঞ্চল্য

বিএসএফের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ৮-৯ নভেম্বর মধ্যরাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন জওয়ানরা।

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমান্তে হামলা পাকিস্তানি রেঞ্জার্সের (Pak Rangers)। এদিকে পাক সেনাদের গুলিতে এক জওয়ান (BSF) নিহত হয়েছেন বলে খবর। তবে থেমে থাকেনি সীমান্তরক্ষী বাহিনীও। পাল্টা দিয়েছে তারাও। বিএসএফ সূত্রে খবর, বুধবার মধ্য রাতে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে গুলির লড়াই চলে।

বিএসএফের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ৮-৯ নভেম্বর মধ্যরাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন জওয়ানরা। প্রতিদিনের মতো এদিনও তাঁরা নিয়ম মতোই টহল দিচ্ছিলেন বলে খবর। এমন সময় আচমকাই পাক রেঞ্জার্সরা গুলি চালায়। পাল্টা দেয় ভারতও। এদিকে গুলির লড়াইয়ে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। পরে তাঁকে রাত একটা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে এতে লাভের লাভ কিছুই হয়নি। পরে ওই জওয়ান নিহত হন।

এদিকে, ঘটনার জেরে রামগড় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই প্রথম নয়, বিগত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাল। এর আগে, গত ২৮ অক্টোবরও পাকিস্তান সেনা ভারতের দিকে গুলি চালায়। সংঘর্ষের জেরে মর্টারের আঘাতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন।

 

 

 

Previous articleফের বড়সড় নিয়ম বদল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, নির্দেশ সংসদের
Next articleডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়