Saturday, August 23, 2025

আফগানিস্তানে বিরুদ্ধে ম‍্যাক্সওয়েলের ইনিংস নিয়ে মুখ খুললেন মহারাজ, কী বললেন তিনি?

Date:

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন গ্লেন ম‍্যাক্সওয়েল। আফগানদের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে পর প্রশংসায় ভেসে পরেন ম‍্যাক্সওয়েল। ‘তবে দুরন্ত ইনিংস, সেরা নয়’, ম্যাক্সওয়েলের ইনিংসকে এভাবেই বর্ণনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এদিন মহারাজ বলেন,” আফগানিস্তান খুব ভালো খেলছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচটা জেতা উচিত ছিল। ম্যাক্সওয়েলের ইনিংসটা অসাধারণ। যদিও আফগানিস্তানের বোলিং ও ক্যাপ্টেন্সি ভালো হয়নি।” এরপরই মহারাজ বলেন,” এটাকে সর্বকালের সেরা ইনিংসের মধ্যে রাখব না। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি অনেক ভাল ভাল ইনিংস খেলেছে। ম্যাক্সওয়েলের পায়ে টান লাগছিল। সেই নিয়ে ব্যাট করেছে। তবে সেটাকে কুর্নিশ জানাতে হবে।”

এদিকে একদিনের ক্রিকেটে সেমিফাইনালে কাকে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়, সেকথাও জানিয়ে দিলেন তিনি। এদিন কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের ফাঁকে সৌরভ বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান খেলা হোক ইডেনে।” এখন প্রশ্ন হল, ভারত শীর্ষে থাকায় প্রথম সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে তো ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে ইডেনে কি করে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া? আসলে পাকিস্তান শেষ চারে উঠলে মুম্বই নয়, ম্যাচ হবে কলকাতায়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইতে। তাই ভুল বলছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালস মেন্টরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল হলে মানসিক চাপ পড়বে না? সৌরভ কিন্তু বললেন, “কিচ্ছু হবে না।”

আরও পড়ুন:সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কাকে দেখতে চান মহারাজ? জানালেন তিনি

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version