Thursday, August 21, 2025

৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত

Date:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার ১৯ দিনে ১৫টি অধিবেশন বসবে। বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট।

কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন সরকার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। ঘটনাচক্রে, অধিবেশন শুরুর আগের দিন ৩ তারিখ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। নতুন সংসদ ভবনে এটিই হবে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশন সাধারণত নভেম্বরে শুরু হলেও পাঁচ রাজ্যের নির্বাচনের কারণে এবার তা ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অধিবেশনেই ভারতীয় দণ্ডবিধি সংক্রান্ত তিনটি বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার। এর পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হবে। এই বিলগুলি বাদল অধিবেশনে পেশ করা হলেও বিরোধী দলগুলির চাপে তা নিয়ে এগোতে পারেনি কেন্দ্র। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সমতুল্য করতে চায় সরকার। বর্তমানে তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান মর্যাদা ভোগ করেন। নির্বাচন কমিশনারদের পদে অবনমনের অভিযোগ তুলে এই নিয়েও আপত্তি তুলেছেন বিরোধীরা। এবারের সংসদ অধিবেশনে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version