Wednesday, November 12, 2025

৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত

Date:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার ১৯ দিনে ১৫টি অধিবেশন বসবে। বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট।

কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন সরকার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। ঘটনাচক্রে, অধিবেশন শুরুর আগের দিন ৩ তারিখ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। নতুন সংসদ ভবনে এটিই হবে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশন সাধারণত নভেম্বরে শুরু হলেও পাঁচ রাজ্যের নির্বাচনের কারণে এবার তা ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অধিবেশনেই ভারতীয় দণ্ডবিধি সংক্রান্ত তিনটি বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার। এর পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হবে। এই বিলগুলি বাদল অধিবেশনে পেশ করা হলেও বিরোধী দলগুলির চাপে তা নিয়ে এগোতে পারেনি কেন্দ্র। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সমতুল্য করতে চায় সরকার। বর্তমানে তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান মর্যাদা ভোগ করেন। নির্বাচন কমিশনারদের পদে অবনমনের অভিযোগ তুলে এই নিয়েও আপত্তি তুলেছেন বিরোধীরা। এবারের সংসদ অধিবেশনে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version