Tuesday, November 4, 2025

জমতে সময় না লাগলেও মেদ (Fat) ঝরাতে অনেক কসরত করতে হয় মানুষকে। খাদ্যতালিকায় পরিবর্তন আনার পাশাপাশি জিমে যাওয়া, ঠিকঠাক ডায়েট মেনে চলা সবকিছুই ঠিকঠাকভাবে মেনে চলতে হয়। তবে সে তো অনেকটাই সময়সাপেক্ষ ও কষ্টকর বিষয়। আর সেকারণেই অনেকে চান পয়সা খরচ করে নিমেষে রোগা হতে। আর অস্ত্রোপচার (Operation) করে রোগা হতে গিয়েই এবার প্রাণ গেল এক তরুণীর। কসমেটিক সার্জারি (Cosmetic Surgery) করাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ব্রাজিলের (Brazil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) ২৯ বছর বয়সি লুয়ানা অ্যানড্রেডের (Luana Andradel)। জানা গিয়েছে, হাঁটুতে লাইপোসাকশন করানোর ঠিক পরের দিনই মৃত্যু হয় লুয়ানার।

চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অস্ত্রোপচার করানোর সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই পর পর চার বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় লুয়ানার। ব্রাজিলের সাও পওলোতে সাও লুইজ হাসপাতালে অস্ত্রোপচার হয় লুয়ানার। এদিকে মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে লুয়ানার। তবে অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তাঁর হেমোডায়নামিক ট্রিটমেন্ট চলছিল। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না তরুণীর। কিন্তু লাইপোসাকশান ট্রিটমেন্টের ফলে আচমকাই মৃত্যু হয় তাঁর। এদিকে লুয়ানার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

তবে বহু মানুষের ধারণা, লাইপোসাকশনের মাধ্যমে চটজলদি শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলা যায়। কিন্তু চিকিৎসকরা সাফ জানাচ্ছেন এই ধারণা একেবারেই ভ্রান্ত। ঘুমের অভাব, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের কারণে পেটের ভিতর, অন্ত্রের আশপাশে ফ্যাট জমে মূলত শরীরের যে অতিরিক্ত ওজন বাড়ে। কিন্তু লাইপোসাকশনের মাধ্যমে সেই ফ্যাট কমিয়ে ফেলা যায় না। এই পদ্ধতিতে একমাত্র ত্বকের নীচে জমে থাকা ফ্যাট কমানো হয়। শারীরচর্চা, ঠিকঠাক ডায়েট করার পরেও যখন বিশেষ বিশেষ জায়গার ফ্যাট কমানো যায় না, তখনই একমাত্র লাইপোসাকশন করানো যেতে পারে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version