ইডেনে বসল বিরাট কোহলির ছবি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির পর কোনও আগ্রাসন দেখাননি বিরাট। আকাশের দিকে শান্তভাবে ব্যাট তুলেই থেমে যান।

0
1

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসল বিরাট কোহলির ছবি। সদ্য ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করেছেন বিরাট। ঐতিহাসিক ইডেনের গৌরবগাথার সঙ্গে জড়িয়েছে আরও এক নজির। ইডেনের মূল ফটকের উপরেই সচিনের ছবির পাশেই স্থান পেল বিরাট মাইলস্টোনের ছবি। সচিনকে স্পর্শ করা ৪৯তম ওয়ান ডে শতরানের পূর্ণ করে ব্যাট তোলার ছবিই স্থান পেয়েছে ক্লাব হাউসের প্রধান ফটকের উপরে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির পর কোনও আগ্রাসন দেখাননি বিরাট। আকাশের দিকে শান্তভাবে ব্যাট তুলেই থেমে যান। উচ্ছ্বাসহীন বিরাটের শান্ত সেই ছবিই বসানো হল ইডেনে। কপিল দেবের নেতৃত্বে তিরাশির বিশ্বকাপ জয় থেকে লক্ষ্মণ-দ্রাবিড়ের ঐতিহাসিক পার্টনারশিপ, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়— ইডেনে একাধিক ঐতিহাসিক মুহূর্তের ছবি রয়েছে। রয়েছে বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর ছবিও। এবার সেখানে যোগ হল কিং কোহলির ছবি।

আরও পড়ুন:আফগানিস্তানে বিরুদ্ধে ম‍্যাক্সওয়েলের ইনিংস নিয়ে মুখ খুললেন মহারাজ, কী বললেন তিনি?