Tuesday, November 4, 2025

৪৮ ঘণ্টা পার, তন্ময় ঘোষের রাইস মিলে ত.ল্লাশি চলছে; তলব হিসাবরক্ষককে

Date:

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চূড়ামণিপুরের চালকলে শুক্রবারও তল্লাশি জারি আয়কর দফতরের। গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। শুক্রবার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিধায়ক। আয়কর দফতরের তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছে তৃণমূল।

এদিন সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের রাইস মিলে এসে পৌঁছন বিধায়ক।জানা গিয়েছে, রাইস মিলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও। রাইস মিলে এদিন সকালে তলব করা হয়েছে বিধায়কের হিসাবরক্ষক অরূপ সামন্তককেও।আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তন্ময় ও অরূপকে সামনে রেখে সম্পত্তি ও আয়-ব্যায়ের হিসাব খতিয়ে দেখছেন আধিকারিকরা।

বুধবার থেকে টানা তল্লাশি জারি তন্ময়ের রাইস মিলে। বৃহস্পতিবার ১৩ ঘণ্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন বিধায়ক তন্ময়। টানা এই তল্লাশি অভিযানে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও জানাননি আয়করের আধিকারিকরা। তবে এবার তন্ময়ের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

বুধবার বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি।রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কেরলজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা এই জায়গাগুলোতেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপিতে জেতার পর তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। বুধবার সেখানেই তাঁর অফিসে গিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা।

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version