Monday, May 5, 2025

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চূড়ামণিপুরের চালকলে শুক্রবারও তল্লাশি জারি আয়কর দফতরের। গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। শুক্রবার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিধায়ক। আয়কর দফতরের তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছে তৃণমূল।

এদিন সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের রাইস মিলে এসে পৌঁছন বিধায়ক।জানা গিয়েছে, রাইস মিলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও। রাইস মিলে এদিন সকালে তলব করা হয়েছে বিধায়কের হিসাবরক্ষক অরূপ সামন্তককেও।আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তন্ময় ও অরূপকে সামনে রেখে সম্পত্তি ও আয়-ব্যায়ের হিসাব খতিয়ে দেখছেন আধিকারিকরা।

বুধবার থেকে টানা তল্লাশি জারি তন্ময়ের রাইস মিলে। বৃহস্পতিবার ১৩ ঘণ্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন বিধায়ক তন্ময়। টানা এই তল্লাশি অভিযানে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও জানাননি আয়করের আধিকারিকরা। তবে এবার তন্ময়ের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

বুধবার বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি।রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কেরলজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা এই জায়গাগুলোতেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপিতে জেতার পর তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। বুধবার সেখানেই তাঁর অফিসে গিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা।

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version