Tuesday, November 4, 2025

জলের সংযোগ উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, উত্তপ্ত আসানসোল

Date:

ইসকোর (ISCO) সিএসআর তহবিল থেকে পানীয় জলের কলের সংযোগ উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)। শুক্রবার দুপুরে আসানসোলের ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা, এলাকায় কাজ না হওয়ায় বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসী ক্ষোভ উগরে দিয়েছে অলে অভিযোগ তৃণমূলের।

আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। যার জেরেই এলাকার দাবি মেনে ইসকোর সিএসআর (Corporate Social Responsibility) ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের উদ্বোধন করার কথা ছিল শুক্রবার। এই প্রকল্প উদ্বোধন করতেই এলাকায় এসেছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) অগ্নিমিত্রা পল। তবে গ্রামে ঢোকার পরই সাধারণ মানুষের বিদ্ধভের মুখে পড়েন তিনি। অগ্নিমিত্রাকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর দেহরক্ষী থেকে পুলিশকে।

এই ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে অগ্নিমিত্রা বলেন, বহিরাগতদের এনে এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের তরফে। যদিও তাঁর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ সেখানে ছিল না। অন্যদিকে, গ্রামবাসীরা জানাচ্ছেন, এলাকায় পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে ইসকো। তারাই জল সরবরাহের জন্য সংযোগের কাজ করেছে। তাই এই কাজে কোনও রাজনৈতিক দলকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

Related articles

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...
Exit mobile version