Monday, August 25, 2025

‘বিরাট’ প্রশংসায় ভিভিয়ান রিচার্ডস, একহাত নিলেন কোহলির সমালোচকদের

Date:

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। সঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। প্রথমে ব্যাট করে হোক কি রান তাড়া করে হোক, দু’রকম ভাবেই বিপক্ষ দলকে হাবুডুবু খাইয়েছে টিম ইন্ডিয়া। আর এই সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। আর এরপরই বিরাটের সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?

নিজের কলামে এই নিয়ে ভিভিয়ান রিচার্ডস লিখেছেন, “দেখুন এই বিশ্বকাপে আমরা অজস্র প্রতিভাবান ক্রিকেটার দেখেছি। কিন্তু এবার যদি সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর হবে বিরাট কোহলি। সত্যি বলতে ওকে ছাড়া তো আর কারোর নাম আমার মাথায় আসছে না। আমি চিরকালই বিরাটের বড় ভক্ত ছিলাম, এখনও আছি। বিশেষ করে এই বিশ্বকাপেও দেখিয়ে দিয়েছে, কেন ওকে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয়। ” এরপরই তিনি লেখেন,” ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, তা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম ও কি। ওর মানসিক শক্তি চরম এবং সেই কারণেই আজ ও এই জায়গায়। এর আগে আমাদের দু’জনের মধ্যে তুলনা করা হয়েছে। এর মূল কারণটা হল আমাদের দুজনেরই মাঠে নিজেদের আবেগ প্রকাশ করাটা একইরকম। ও যে প্রান্তেই ফিল্ডিং করুক না কেন, ব্যাটারের প্যাডে বল লাগলেই, ও ছুটে আসে আবেদন করতে। প্রতিমুহূর্তে ময়দানে নিজের উপস্থিতিটা ও বুঝিয়ে দেয়।”

এরপরই বিশ্বকাপের আগে বিরাটের খারাপ ফর্ম নিয়েও মুখ খুলেছে ক্যারিবিয়ান কিংবদন্তি। সেখানে ভিভ লিখেছেন, “বিশ্বকাপের আগে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছিল বিরাট। এটা হতেই পারে। সব ক্রিকেটারদের সঙ্গেই হয়েছে। সেই সময় কিছু লোক তো ওকে সরানোর দাবিও তুলেছিল। যারা ওকে সরাতে চেয়েছিল তারা এখন কোথায়? তবে ওই সময় যারা বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কত কিছু বলা হয়েছিল বিরাটের ফর্ম সম্বন্ধে। কিন্তু সব বাধা পার করে ও আবার ফিরে এসেছে নিজের আসল রূপে। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে, ও এই ফর্ম‍্যাটে সেরা ক্রিকেটার।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া, প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version