সময় যত গড়াচ্ছে রাজধানী শহরে (Delhi) বেড়েই চলেছে বায়ু দূষণ। মাঝে দিনদুয়েক আগে বৃষ্টিতে (Rain) কিছুটা হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু বৃষ্টি থামতেই ফের চোখ রাঙাচ্ছে দূষণ (Pollution)। রবিবার দিওয়ালির (Diwali) সকালেও ধোঁয়াশা রাজধানীর রাজপথে। আর এমন ছবি সামনে আসতেই আশঙ্কায় দিল্লিবাসী। দিনকয়েক আগেই কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) কথা জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় তা থমকে রয়েছে। আর এই পরিস্থিতিতে ভরসা সেই স্মগ টাওয়ারেই (Smog Tower)।
এবার পরিস্থিতি সামলাতে স্মগ টাওয়ারই ভরসা। কী এই স্মগ টাওয়ার? দিল্লিবাসীরা দূষণের হাত থেকে বাঁচতে ছোট পাখা লাগানো উচ্চক্ষমতা সম্পন্ন এয়ার ফিল্টার ব্যবহার করেন। সেই যন্ত্রের পাখা দূষিত বাতাসকে ধাক্কা দিয়ে ফিল্টারের দিকে এগিয়ে দেয়। এরপরই বাতাসে থাকা ধুলো অন্যান্য কণাকে শুষে নেয়। বাতাসকে ফিল্টার করে। সেই একই পদ্ধতিতে কাজ করে স্মগ টাওয়ার। তবে তা আকারে অনেক বড়। মোটামুটি ২০ মিটার উচ্চতাসম্পন্ন টাওয়ারগুলি বেশ ব্যয়বহুলও। আপাতত সেই টাওয়ারের সাহায্যেই দিল্লির বাতাসকে দূষণমূক্ত করার চেষ্টা করছে প্রশাসন।
উল্লেখ্য, শনিবার দিল্লির বাতাসের গুণগত মানের সামগ্রিক পরিমাণ ছিল ২২০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে খবর, রবিবার সকালে বাতাসের গুণগত মান আনন্দ বিহারে ২৬৬, আর কে পুরামে ২৪১, পাঞ্জাবি বাগে ২৩৩ এবং আইটিও-তে ২২৭। এদিকে দিল্লির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় এক দশক ধরেই বছরের এই সময়ে দিল্লির দূষণের এই ছবি দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।