ফুলের বাজারে জবার দাম স্বাভাবিকের তুলনায় ছ’গুণ বেড়ে গিয়েছে। মল্লিকঘাট ফুল বাজারে ইতিমধ্যেই পদ্মের জায়গা পুরোদস্তুর দখল করে ফেলেছে পঞ্চজবা, লালজবা আর রাশি রাশি জবার কুঁড়ি। শনিবার প্রতি হাজার জবাফুলের পাইকারি দর ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।
আজ কালীপুজোর দিনে হাজারটি জবাফুলের দাম ন্যূনতম ২০০০ টাকা হয়েছে । খুচরো বাজারে সেই দাম আরও চড়া।
পাশাপাশি, কালীপুজোয় অপরিহার্য ১০৮টি জবার মালা । এদিন কম করে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে ।
কিন্তু কেন এত দাম? এ বছর গত বারের মতো জোগানে তেমন ঘাটতি নেই বলেই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।তবু জবার দামের পারদ ঊর্ধ্বমুখী— বলছেন ব্যবসায়ীরা।