Friday, November 7, 2025

নজরে লোকসভা নির্বাচন! জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে তড়িঘড়ি হিমাচলে পৌঁছলেন মোদি

Date:

হাতে আর মাত্র কিছু সময়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর সেকারণেই ভোটের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেকারণেই সীমান্তে (Border) নিরাপত্তা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি (Diwali) উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী। প্রতিবছরই দিওয়ালির দিন সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। কিন্তু চলতি বছর কিছুটা হলেও আলাদা। আর সেকারণেই একদম সময় নষ্ট না করে সীমান্তে হাজির নমো। রবিবার দীপাবলিতে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করবেন তিনি।

এদিন নিরাপত্তা ঘাঁটিতে পৌঁছনোর পর এক্স হ্যাণ্ডেলে ছবি পোষ্ট করেছেন প্রধানমন্ত্রী। ছবিতে দেখা গিয়েছে, সেনার উর্দি পরে জওয়ানদের সঙ্গে কথা বলছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই সিয়াচেন গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন মোদি। ২০১৫ সালে পঞ্জাব সীমান্তে গিয়েছিলেন। ২০১৬ সালে হিমাচলে চিন সীমান্তে তিনি কাটিয়েছিলেন দীপাবলি। ২০১৭ সালে কাশ্মীরের গুরেজ সেক্টর, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হর্ষিলে যান প্রধানমন্ত্রী। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে জওয়ানদের সঙ্গে উদ্‌যাপন করেছিলেন দীপাবলি। ২০২০ সালে জয়সলমেরের লঙ্গেওয়ালা, ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের নওসেরা এবং ২০২২ সালে দীপাবলির দিন কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে রবিবার সকালেই দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

 

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version