Monday, November 10, 2025

‘একেবারে ব‍্যালেন্সড দল, গত ৫০ বছরে এটাই ভারতের সেরা বোলিং’, বললেন শাস্ত্রী

Date:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। ৯-এ নয় টিম ইন্ডিয়ার। শীর্ষে থেকেই সেমিফাইনালে গিয়েছে ভারতীয় দল। একেবারেই ব‍্যালেন্ডস টিম। ব‍্যাটার থেকে বোলার সবাই সবার সেরা ফর্মে। আর ভারতের এই দলকে চ‍্যাম্পিয়ন দেখছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, শাস্ত্রী বলেন, ৫০ বছরে এটাই সেরা ভারতীয় বোলিং।

এই নিয়ে শাস্ত্রী বলেন,” গত ৫০ বছরে আমার দেখা এটাই সেরা ভারতীয় বোলিং ব্রিগেড। এবং এই সাফল্য এসেছে বৈচিত্রের জন্য। দলে যশপ্রীত বুমরাহর মতো তারকা রয়েছে যার বোলিং অ্যাকশনটাই অভাবনীয়। রয়েছে মহম্মদ শামির মতো বোলার যার সিম ব্যবহার অলৌকিক। সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজের মতো আক্রমণাত্মক বোলার। সঙ্গে রয়েছে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের মতো দুর্ধর্ষ দুই স্পিনার। এই পরিপূর্ণ বোলিং বিভাগ আমি আগে কখনও দেখিনি।”

এখানেই না থেমে শাস্ত্রী বলেন,”সবচেয়ে আকর্ষণীয় হল সব ম্যাচে বোলাররা ধারাবাহিতকা বজায় রেখে ঠিক জায়গায় বল রেখে চলেছে। এই বিশ্বকাপে ভারতীয় বোলাররা খুব কমই শর্ট বল করেছে। যখন শর্ট বল প্রয়োগ করেছে, সেটা কিন্তু চমকপ্রদ অস্ত্র হিসেবেই ব্যবহার করা হয়েছে। ৯০ শতাংশ ক্ষেত্রে ওরা উইকেট লক্ষ্য করে বোলিং করে গিয়েছে। ভারতীয় দলের তিন পেসার-ই সিমের ব্যবহার এত ভাল করে চলেছে যা ম্যাচে প্রতিপক্ষের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

শাস্ত্রীর মতে এবার ঘরের মাঠে বিশ্ব চ‍্যাম্পিয়ন হবে ভারত। এই নিয়ে তিনি বলেন,”এই দল নিয়েও ভারত যদি এবার বিশ্বকাপ না জিততে পারে, তা হলে খুব সম্ভবত ওদের আরও তিনটি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রিকেট বলতে এই দেশের মানুষ পাগল। বারো বছর পরে আবার একটা সুযোগ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার। সেই সুযোগ কাজে লাগাতেই হবে। এই দলের কমপক্ষে সাত-আট জন ক্রিকেটার এই মুহূর্তে ফর্মের শীর্ষে রয়েছে। হয়তো এটাই ওদের শেষ বিশ্বকাপ হতে চলেছে। পরিবেশ-পরিস্থিতি বিচার করে ওরা খেলে চলেছে এবং জয়ের ধারা অব্যাহত রেখেছে। আমি এই দলকে নিয়ে রীতিমতো আশাবাদী। এই দলের শক্তি কতটা রয়েছে, সে সম্পর্কে রোহিত ওয়াকিবহাল। সেই অনুযায়ী দলকে ও পরিচালনা করছে।”

আরও পড়ুন:সেরা ফিল্ডারের নাম ঘোষনায় এবারও চমক রাখল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট, রইল ভিডিও

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version