Saturday, May 3, 2025

‘একেবারে ব‍্যালেন্সড দল, গত ৫০ বছরে এটাই ভারতের সেরা বোলিং’, বললেন শাস্ত্রী

Date:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। ৯-এ নয় টিম ইন্ডিয়ার। শীর্ষে থেকেই সেমিফাইনালে গিয়েছে ভারতীয় দল। একেবারেই ব‍্যালেন্ডস টিম। ব‍্যাটার থেকে বোলার সবাই সবার সেরা ফর্মে। আর ভারতের এই দলকে চ‍্যাম্পিয়ন দেখছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, শাস্ত্রী বলেন, ৫০ বছরে এটাই সেরা ভারতীয় বোলিং।

এই নিয়ে শাস্ত্রী বলেন,” গত ৫০ বছরে আমার দেখা এটাই সেরা ভারতীয় বোলিং ব্রিগেড। এবং এই সাফল্য এসেছে বৈচিত্রের জন্য। দলে যশপ্রীত বুমরাহর মতো তারকা রয়েছে যার বোলিং অ্যাকশনটাই অভাবনীয়। রয়েছে মহম্মদ শামির মতো বোলার যার সিম ব্যবহার অলৌকিক। সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজের মতো আক্রমণাত্মক বোলার। সঙ্গে রয়েছে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের মতো দুর্ধর্ষ দুই স্পিনার। এই পরিপূর্ণ বোলিং বিভাগ আমি আগে কখনও দেখিনি।”

এখানেই না থেমে শাস্ত্রী বলেন,”সবচেয়ে আকর্ষণীয় হল সব ম্যাচে বোলাররা ধারাবাহিতকা বজায় রেখে ঠিক জায়গায় বল রেখে চলেছে। এই বিশ্বকাপে ভারতীয় বোলাররা খুব কমই শর্ট বল করেছে। যখন শর্ট বল প্রয়োগ করেছে, সেটা কিন্তু চমকপ্রদ অস্ত্র হিসেবেই ব্যবহার করা হয়েছে। ৯০ শতাংশ ক্ষেত্রে ওরা উইকেট লক্ষ্য করে বোলিং করে গিয়েছে। ভারতীয় দলের তিন পেসার-ই সিমের ব্যবহার এত ভাল করে চলেছে যা ম্যাচে প্রতিপক্ষের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

শাস্ত্রীর মতে এবার ঘরের মাঠে বিশ্ব চ‍্যাম্পিয়ন হবে ভারত। এই নিয়ে তিনি বলেন,”এই দল নিয়েও ভারত যদি এবার বিশ্বকাপ না জিততে পারে, তা হলে খুব সম্ভবত ওদের আরও তিনটি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রিকেট বলতে এই দেশের মানুষ পাগল। বারো বছর পরে আবার একটা সুযোগ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার। সেই সুযোগ কাজে লাগাতেই হবে। এই দলের কমপক্ষে সাত-আট জন ক্রিকেটার এই মুহূর্তে ফর্মের শীর্ষে রয়েছে। হয়তো এটাই ওদের শেষ বিশ্বকাপ হতে চলেছে। পরিবেশ-পরিস্থিতি বিচার করে ওরা খেলে চলেছে এবং জয়ের ধারা অব্যাহত রেখেছে। আমি এই দলকে নিয়ে রীতিমতো আশাবাদী। এই দলের শক্তি কতটা রয়েছে, সে সম্পর্কে রোহিত ওয়াকিবহাল। সেই অনুযায়ী দলকে ও পরিচালনা করছে।”

আরও পড়ুন:সেরা ফিল্ডারের নাম ঘোষনায় এবারও চমক রাখল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট, রইল ভিডিও

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version