Monday, May 12, 2025

আর বইয়ের মলাটে আটকে নেই তাঁর লেখা, এবার ওয়েব সিরিজ হচ্ছে রাজনীতিবিদ তথা সাংবাদিক কুণাল ঘোষের (Kunal Ghosh) ক্রাইম থ্রিলার নিয়ে। কুণালের লেখা বই ‘পথ হারাব বলেই’-কে ভিত্তি করেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু‘। তবে, ভারতের নয়, বাংলাদেশের প্রযোজনা সংস্থা ওয়েব প্ল্যাটফর্ম চরকি-তে আসছে এই সিরিজ। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার (Sohini Sarkar) আর বাংলাদেশের চর্চিত অভিনেতা আরফিন শুভ (Arfeen Shubho)। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় বহুল আলোচিত। সিরিজটির পরিচালনা করছেন ‘কিশমিশ’, ‘দিলখুশ’-র পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

এক মাওবাদী নেত্রী। বনে-জঙ্গলে ঘুরে সংগঠন তৈরি করছেন। থাকছেন গা ঢাকা দিয়ে। এই পরিস্থিতিতে উপস্থিত হলেন এক পুলিশ অফিসার। দক্ষ, তব রূঢ় নন। ঘুরছেন ছদ্মবেশে। এরপর চলল চোর-পুলিশ থুড়ি সন্ত্রাসীবাদী-পুলিশ লুকোচুরি। তাহলে কি মুখোমুখি দেখা হল মাওবাদী নেত্রীর সঙ্গে? কী পথে এগোয় তাঁদের রসায়ন! সেই নিয়েই এগিয়েছে কুণাল ঘোষের লেখা ক্রাইম থ্রিলার ‘পথ হারাব বলেই’। আর তাকে ভিত্তি করেই ওয়েব সিরিজটি তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়।

সিনেমা-ওয়েব সিরিজ সবেতেই এই মুহূর্তের অতি জনপ্রিয় মুখ সোহিনী সরকার। সদ্য ব্যোমকেশে তাঁকে দেখা গিয়েছে সত্যবতী হিসেবে। এবার একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে আরফিন শুভ। ‘মুজিব’-এর নাম ভূমিকায় শুভর অভিনয় মনে দাগ কেটেছে দর্শকদের মনে। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আহারে’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

রাহুলের আগের দুটি ছবিতেই ছিল প্রেমের ছড়াছড়ি। আর এই সিরিজ একেবারে প্রেম বর্জিত। কুণালের লেখা (Kunal Ghosh) উপন্যাসের থ্রিলারধর্মী ছন্দকে পর্দায় ধরতে চেয়েছেন পরিচালক। ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতা ছাড়াও শিলংয়ের অনেক জায়গাতেই যাবে ‘লহু’র টিম।

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version