Sunday, May 11, 2025

“ভারতের থেকে কিছুই আশা করছি না আমরা”, জানালেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত

Date:

“বহুবার ফোন করেছি, কিন্তু কিছুই করেনি ওরা। তাই নতুন করে ভারতের থেকে কোনও আশা করছি না আমরা।” সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন ভারতে(India) নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজা। এমনকি ইজরায়েল(Israel) ও হামাসের মধ্যে চলতে থাকা এই যুদ্ধে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্যালেস্টাইনের(Palestine) রাষ্ট্রদূত।

সম্প্রতি এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তরফ থেকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজাকে প্রশ্ন করা হয় গাজায় ইজরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভারতের কাছ থেকে তার প্রত্যাশা কী? এর উত্তরে, গত শুক্রবার মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের প্রসঙ্গ তোলে আদনান। বলেন, “আমরা ভারত ও আমেরিকার বিবৃতি দেখেছি যেখানে তারা ইজরায়েলকে সমর্থন করছে… তাই আমি ভারতের কাছে কিছু আশা করছি না।”

গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবু আলহাইজা বলেন, “গাজার প্রধান হাসপাতাল আল-শিফা হাসপাতালের গেটে ইসরায়েলি ট্যাংক, কমপ্লেক্সটি ঘেরাও করে রেখেছে ইজরায়েলি সেনা। হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, ইনকিউবেটরে থাকা ছয় শিশু এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছয় শিশু মারা গেছে। হাসপাতাল বিদ্যুৎবিহীন, তাই অক্সিজেন নেই।” তিনি বলেন, ডাক্তাররা একটি সাধারণ কক্ষে, মেঝেতে অপারেশন করছে, অপারেশন থিয়েটারে নয়…কারণ বিদ্যুৎ নেই এবং তিন দিক থেকে ইজরায়েলি বাহিনী হাসপাতাল ঘেরাও করছে। একটা প্রধান হাসপালের যখন এই অবস্থা তখন গাজার সার্বিক পরিস্থিতি সহজেই বোধগম্য।” আদনান আবু আলহাইজা বলেন, সরকারিভাবে à§§à§§,৩০০ জন মারা গিয়েছেন। তবে বেসরকারিভাবে এ পর্যন্ত প্রায় ১৪,০০০ মানুষ নিহত হয়েছে। প্রায় à§©,০০০ মৃতদেহ ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

Related articles

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে ২৫ নয় আইপিএল...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩...
Exit mobile version