Thursday, November 6, 2025

অ.স্বস্তিতে ISF বিধায়ক নওশাদ! গাড়ি চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

Date:

বড় অস্বস্তিতে আইএসএফ (ISF) বিধায়ক (MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। এবার ভাঙড়ের বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য (Non Bailable) ধারায় দায়ের হল মামলা। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে। রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতার গড়ফা থানায় (Garfa Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে নিজের চালকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নওশাদ। তাঁর দাবি, রেজিস্ট্রারের গাড়ির চালক যেভাবে গাড়ি চালাচ্ছিলেন তাতে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে বিধায়ক নিজেও নেমে পড়েছিলেন। মঙ্গলবার দুপুরের দুর্ঘটনা। ওইদিন  দুপুর ২ টো ৫৬ মিনিট নাগাদ দুই গাড়ির রেষারেষি চলে। পরে ইএম বাইপাসে গাড়িতে ধাক্কা লাগে বলে অভিযোগ। তবে কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি দুটি। এদিন গাড়ি থেকে নেমে নওশাদের গাড়ির চালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রেজিস্ট্রারের চালক। হাতাহাতিও হয় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়কের নিরাপত্তারক্ষী বিচারকের চালককে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নওশাদ জানান, মঙ্গলবার তিনি জয়নগর যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখেন তাঁর কনভয়ের গাড়িকে বারবার চেপে দেওয়ার চেষ্টা করছে একটি গাড়ি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিধায়ক আরও জানান, এদিন আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন নওশাদ। অন্য গাড়িতে ছিলেন এক ব্যক্তি ও এক মহিলা। তবে ওই ঘটনার পর যে মামলা হয়েছে, তা তিনি জানেন না বলেই দাবি করেছেন নওশাদ।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version