Wednesday, August 27, 2025

গাজার আল-শিফা হাসপাতালে ইজরায়েল সেনার অভিযান, ভিতরে আতঙ্কিত শিশু-সহ ২৩০০ রোগী

Date:

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাকে চারদিক থেকে ঘিরে ফেলে ১২ ঘন্টার সময়সীমা দিয়েছিল ইজরায়েল সেনা। সেই সময়সীমা পার হতেই এবার হাসপাতালে ঢুকে পড়ল সেনাবাহিনী। হাসপাতালের মধ্যে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের খতম করতে শুরু হয়েছে গুলির লড়াই। এদিকে এই হাসপাতালেই রয়েছে অন্তত ২,৩০০ জন রোগী। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। পাশাপাশি যুদ্ধের সময় হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন কিছু সাধারণ মানুষ। ইজরায়েলের অভিযান শুরু হওয়ার পর আতঙ্কে ছিটিয়ে রয়েছে তারা।

গাজার আলশিফা হাসপাতালে যে হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে সে খবর পেয়ে এই হাসপাতাল ঘিরে ফেলেছিল ইজরায়েল সেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই হাসপাতালে আক্রমণের বিষয়ে আগেই তারা সতর্ক করেছিল। বলা হয়েছিল, ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালের সামরিক কার্যকলাপ বন্ধ করতে হবে। হামাসের সদস্যদের আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তা করা হয়নি। ১২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরই শুরু হয় অভিযান। একটি বিবৃতিতে নেতানিয়াহুর সেনা জানায়, আল-শিফা হাসপাতালে তারা হামাসের বিরুদ্ধে নিয়ন্ত্রিত হামলা চালাচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ আগেই জানিয়েছিল, ওই হাসপাতালে ৩৬ জন সদ্যোজাতের চিকিৎসা চলছে। তাদের হাসপাতাল থেকে সরানো সম্ভব হচ্ছে না। চিকিৎসা পরিষেবা দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে তিন জন সদ্যোজাতের মৃত্যুও হয়েছে। এর পাশাপাশি ২৩০০ জন রোগী রয়েছে হাসপাতালে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। আল-শিফা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জ্বালানির অভাবে জেনারেটরও চালানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের ভিতরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সৎকারের পরিস্থিতিও নেই। পচা মৃতদেহের গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় দেহ মর্গে সংরক্ষণ করা যাচ্ছে না। যেখানে সেখানে মৃতদেহ ছড়িয়ে রয়েছে।

আল-শিফা হাসপাতালে ইজরায়েলের হামলার জন্য নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছে হামাস। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছেন বাইডেন। হাসপাতালে ইজরায়েলের এই হামলা আন্তর্জাতিক মহলে আরও সমালোচনা ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে শান্তিকামী বিভিন্ন মহল ইজরায়েলকে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে। হাসপাতালে আক্রমণের বিরোধিতা করা হয়েছে বার বার।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version