Sunday, November 9, 2025

গাজার আল-শিফা হাসপাতালে ইজরায়েল সেনার অভিযান, ভিতরে আতঙ্কিত শিশু-সহ ২৩০০ রোগী

Date:

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাকে চারদিক থেকে ঘিরে ফেলে ১২ ঘন্টার সময়সীমা দিয়েছিল ইজরায়েল সেনা। সেই সময়সীমা পার হতেই এবার হাসপাতালে ঢুকে পড়ল সেনাবাহিনী। হাসপাতালের মধ্যে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের খতম করতে শুরু হয়েছে গুলির লড়াই। এদিকে এই হাসপাতালেই রয়েছে অন্তত ২,৩০০ জন রোগী। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। পাশাপাশি যুদ্ধের সময় হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন কিছু সাধারণ মানুষ। ইজরায়েলের অভিযান শুরু হওয়ার পর আতঙ্কে ছিটিয়ে রয়েছে তারা।

গাজার আলশিফা হাসপাতালে যে হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে সে খবর পেয়ে এই হাসপাতাল ঘিরে ফেলেছিল ইজরায়েল সেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই হাসপাতালে আক্রমণের বিষয়ে আগেই তারা সতর্ক করেছিল। বলা হয়েছিল, ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালের সামরিক কার্যকলাপ বন্ধ করতে হবে। হামাসের সদস্যদের আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তা করা হয়নি। ১২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরই শুরু হয় অভিযান। একটি বিবৃতিতে নেতানিয়াহুর সেনা জানায়, আল-শিফা হাসপাতালে তারা হামাসের বিরুদ্ধে নিয়ন্ত্রিত হামলা চালাচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ আগেই জানিয়েছিল, ওই হাসপাতালে ৩৬ জন সদ্যোজাতের চিকিৎসা চলছে। তাদের হাসপাতাল থেকে সরানো সম্ভব হচ্ছে না। চিকিৎসা পরিষেবা দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে তিন জন সদ্যোজাতের মৃত্যুও হয়েছে। এর পাশাপাশি ২৩০০ জন রোগী রয়েছে হাসপাতালে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। আল-শিফা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জ্বালানির অভাবে জেনারেটরও চালানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের ভিতরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সৎকারের পরিস্থিতিও নেই। পচা মৃতদেহের গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় দেহ মর্গে সংরক্ষণ করা যাচ্ছে না। যেখানে সেখানে মৃতদেহ ছড়িয়ে রয়েছে।

আল-শিফা হাসপাতালে ইজরায়েলের হামলার জন্য নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছে হামাস। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছেন বাইডেন। হাসপাতালে ইজরায়েলের এই হামলা আন্তর্জাতিক মহলে আরও সমালোচনা ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে শান্তিকামী বিভিন্ন মহল ইজরায়েলকে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে। হাসপাতালে আক্রমণের বিরোধিতা করা হয়েছে বার বার।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version