Friday, August 22, 2025

গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করুক ইজরায়েল: বার্তা ট্রুডোর, পাল্টা নেতানিয়াহু

Date:

Share post:

গাজার মাটিতে লাগাতার হামলায় প্রাণ হারাচ্ছে অসহায় নারী ও শিশু। অবিলম্বে এই নৃশংস হত্যা লীলা বন্ধ করুক ইজরায়েল। এমনটাই বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও হামাসকে খতম করতে বেপরোয়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রীকে। জানিয়ে দিলেন, গাজার নাগরিকদের খুন করছে হামাস।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কানাডার প্রধানমন্ত্রী ইজরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, “আমি ইজরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। টিভিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব দেখছে। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা–বাবা হারানো শিশুদের বয়ান শুনছি।” কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, “নারী, শিশু, নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখছে। এটা বন্ধ করতে হবে।” পাশাপাশি প্যালেস্টাইনদের মানব ঢাল হিসেবে হামাস যেভাবে ব্যবহার করছে তারও নিন্দা করেন কানাডার প্রধানমন্ত্রী।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এহেন বিবৃতি প্রকাশ্যে আসার পর পাল্টা তোপ দেগেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “গাজায় নৃশংস তাণ্ডব লীলা চালাচ্ছে। ওরাই গাজার মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। সাধারণ মানুষকে খুন করছে। এর জন্য ইজরায়েল দায়ী নয়।” এদিকে রিপোর্ট বলছে, এক মাসের বেশি সময় ধরে গাজায় ইজরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ হাজার ৬০০টির বেশি শিশু।

এদিকে সারা বিশ্ব থেকে ইজরায়েলের কাছে এই যুদ্ধ থামানোর আবেদন জানানো হলেও হামাসকে খতম না করে থামবার পাত্র নন নেতানিয়াহু। এদিন ফের গাজার আলী শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইজরায়েল সেনা। ওই হাসপাতালে হামাস জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হয়েছে সেনা অভিযান। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসপাতালে লুকিয়ে থাকা জঙ্গিদের নিকেশ করাই আমাদের প্রধান লক্ষ্য। একইসঙ্গে বন্দীদের উদ্ধারের কাজও চলবে। এদিকে এই হাসপাতালে রাষ্ট্রসঙ্ঘের তরফে পাঠানো জ্বালানি ভর্তি ট্রাক প্রবেশের ছাড়পত্র দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...