ক্যাশ ফর কোয়েশ্চেন সহ একাধিক ইস্যুতে মহুয়া মৈত্রকে কেন্দ্র করে বিতর্কের জেরে এবার বড় পদক্ষেপ সংসদের সচিবালয়ের। সাংসদদের আপ্তসহায়ক এবং ‘অথরাইজড পার্সন’দের সাংসদ আইডিতে লগ-ইন- এর উপরে রাশ টানা হল৷ এবার থেকে কোনও সাংসদের আপ্ত সহায়ক বা অথরাইজড পার্সন সাংসদের হয়ে সংসদের সাইটে আপাতত লগ ইন করতে পারবেন না৷ আগামী শীতকালীন অধিবেশনের জন্য প্রশ্নপত্র এমনকি সাংসদের টিএ বিল বা সংসদীয় কোনও নোটিসও অন লাইনে সাবমিট করতে পারবেন না ।

জানা গিয়েছে , লগ ইন করতে না পেরে বেশ কিছু সাংসদের আপ্তসহায়করা লোকসভার সচিবালয়ে গিয়ে যোগাযোগ করেন এবং তাদের জানিয়ে দেওয়া হয়, মহুয়া মৈত্রর ঘটনার পরে সতর্ক সচিবালয়। আর এর থেকেই স্পষ্ট , তৃণমূল সংসদ মহুয়া মৈত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লোকসভার সচিবালয়ের পদ্ধতিগত ত্রুটিগুলি। যদিও এই মর্মে এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ সংসদের সচিবালয় থেকে মৌখিক ভাবে জানানো হয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কের জেরেই সতর্ক সংসদের সচিবালয়, তাই তাদের ব্লক করে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কিভাবে সেই সমস্যার সমাধান করা হবে সে বিষয়ে সচিবালয়ের কাছে এখনো কোনো গাইডলাইন নেই। জানা গিয়েছে আগামী সপ্তাহে এই সংক্রান্ত একটি বৈঠকে সমস্যার কিভাবে সমাধান হবে তা খুঁজে বের করা হবে।
উল্লেখ্য, সংসদীয় সচিবালয়ের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংসদ সদস্যরা৷ এতদিন তাঁরা নিজেদের আপ্ত সহায়ক বা অথরাইজড পার্সনদের মাধ্যমে সংসদের সাইটে প্রয়োজনীয় লগ ইন করতেন। বিভিন্ন নোটিসও জমা দিতে পারতেন৷ আপাতত এই পদ্ধতি রদ করা হয়েছে৷ এর ফলে সাংসদদের হার্ড কপি বিল, নোটিস জমা করতে হবে, যা তুলনামূলকভাবে অনেক বেশি সময়সাপেক্ষ বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ এমনকি এতদিন ধরে চলে আসা পদ্ধতির হঠাৎ করে বদল হওয়ায় সাংসদরাও বুঝতে পারছেন না হাতে থাকা এক মাসেরও কম সময়ের মধ্যে শীতকালীন অধিবেশনের জন্য কিভাবে তারা প্রশ্ন সাবমিট করবেন।
