Thursday, August 28, 2025

ঐশ্বর্য বিত.র্কে পাক ক্রিকেটারকে জবাব দিলেন অমিতাভ!

Date:

Share post:

বিশ্বকাপ (CWC 2023) যুদ্ধে পাকিস্তানের (Pakistan cricket team) হতশ্রী দশা একাধিক সমালোচনা তৈরি করেছে। কোথাও ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে আবার কোথাও অধিনায়ক বাবর আজমের (Babar Azam)ইস্তফার দাবি জোরালো হচ্ছে। এই আবহে আচমকাই পাক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়ে যায় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের (Abdul Razzaq) এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা। পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে অভিষেক পত্নীকে বিয়ের ইচ্ছে প্রকাশ ও অন্য বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যা দ্রুত ভাইরাল হয়। এরপরেই অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন এবং হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন সমাজমাধ্যমের পোস্টে। সেই ঘটনায় মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

বিগত কিছুদিন ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক ভালো যাচ্ছে না বলেই মায়ানগরীতে ফিসফাস। এমনকি পারিবারিক দিওয়ালি পার্টিতে ও বৌমার অনুপস্থিতি চোখে পড়েছে। অভিষেকও (Abhishek Bachchan) নাকি স্ত্রীর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছেন না। ননদ এবং শাশুড়ির সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সম্পর্ক ভাল না বলে চারিদিকে আলোচনা হতেও শুরু করে। তাহলে কি সত্যিই ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন অভিষেক-ঐশ্বর্য? এইসব নিয়ে আলোচনার মাঝেই বিশ্বকাপে আচমকাই অভিনেত্রী আর পাকিস্তানি ক্রিকেটারের নাম জড়িয়ে বিতর্ক শুরু। এতদিন পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে নিরব ছিলেন অমিতাভ বচ্চন। আব্দুল রজ্জাকে বলেছিলেন, “যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে। এবং তার পর আমাদের সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব? আমার মতে আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমরা কী চাই, সেটা বুঝতে হবে। আর সেটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না। শুধু তাই নয়, পাকিস্তানও জিততে পারবে না।” পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে বলেন যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চাইছি বলেই পোস্ট করেন তিনি। তাতে কি মন গলল বচ্চন পরিবারের? অমিতাভ বচ্চনের সাম্প্রতিক টুইট কিন্তু বলছে অন্য কথা! রজ্জাক যে ইমোজি দিয়ে ক্ষমা চেয়েছিলেন সেই একই ইমোজি ব্যবহার করে সম্প্রতি অমিতাভ বচ্চন লেখেন, ‘হাতজোড় করা ইমোজি মানে ক্ষমা চাওয়ার ইমোজির অর্থ কাগজে ছাপা অর্থের থেকে অনেক বেশি।’ যদিও কারোর নাম উল্লেখ করেন নি ব্যক্তি তবুও ইঙ্গিত যে কার দিকে সেটা বুঝতে আর বাকি নেই, বলছেন নেট বাসিন্দারা।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...