Tuesday, November 4, 2025

‘আনফিট’ জ্যোতিপ্রিয়! বৃহস্পতিবার ভার্চুয়ালি আদালতে পেশের সম্ভাবনা

Date:

রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বারবার অসুস্থতার কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তাঁর শরীরের বাঁ দিক ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। আর সেই অসুস্থতার কারণেই বৃহস্পতিবার আদালতে (Court) হাজিরা দিতে পারছেন না জ্যোতিপ্রিয়। তিন দিনের জেল হেফাজতের পর বৃহস্পতিবার আদালতে পেশ করার কথা ছিল জ্যোতিপ্রিয়কে। ইতিমধ্যেই, এ ব্যাপারে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট (Health Report) তৈরি করছে জেল কর্তৃপক্ষ। যা আদালতে পাঠানো হবে বলে খবর। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বর্তমানে ‘আনফিট’ (Unfit) জ্যোতিপ্রিয়। আর সেকারণেই এদিন তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হতে পারে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষ হলে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডি হেফাজতে। এরপর সেই ইডি হেফাজতের শেষের দিকে, জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীরের বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি। তবে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে জেল থেকে বেরতে পারছেন না জ্যোতিপ্রিয়। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। তবে এদিন তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন, সেটা এখনও জানা যায়নি।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version