Thursday, August 21, 2025

অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, উত্তরকাশীর টানেলে আটক শ্রমিকদের নিয়ে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

৪ দিন পেরিয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া ৪০ শ্রমিককে উদ্ধার করতে এখনও ব্যর্থ উদ্ধারকারী দল। জাতীয় উদ্ধারকারী দলের পাশাপাশি উদ্ধারে নেমছে বায়ুসেনাও। তবে সময় যত পার হচ্ছে উদ্বেগ তত বাড়ছে। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা। কারও বমি হচ্ছে, কেউ কাতরাচ্ছেন অসহ‌্য মাথা ব‌্যথায়। গ‌্যাস্ট্রাইটিসে ভুগছেন অনেকেই। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মিত স্তরে জল, খাবার এবং ওআরএস পাউচ সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের কাছে।

জানা যাচ্ছে, একদিকে যেমন উদ্ধারের সমস্ত চেষ্টা চলছে, অন্যদিকে শ্রমিকদের কাছে প্রয়োজনীয় সমস্তকিছু পাঠানো হচ্ছে পাইপের মাধ্যমে। টানেলের গভীরে ৪০ মিটার খনন করে উদ্ধারের পরিকল্পনা করছে উদ্ধারকারী দল। পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে থেকে বড় একটি পাথরের চাঁই সরানো হয়েছে ‘অউগার’ নামের একটি যন্ত্র দিয়ে। ওই যন্ত্রের মাধ‌্যমে ড্রিলিং করে, সেখান দিয়ে ৯০০ মিলিমিটারের একটি পাইপ ঢোকানো হয়েছে টানেলের ভিতরে। আর তারই মাধ‌্যমে খাবার, জল-সহ অন‌্যান‌্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে টানেলের ভিতরে আটকে পড়া শ্রমিকদের। খাবারের মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস, অঙ্কুরিত ছোলা প্রভৃতি। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক ড. বিএস পোকরিয়াল। তিনি জানান ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আমরা পাইপের মাধ্যমে মাল্টিভিটামিন ট্যাবলেট পাঠিয়েছি পাইপ দিয়েই জল ও খাবার সরবরাহ করা হচ্ছে। ধ্বংসস্তূপের ওপারে প্রায় ১ কিমি এলাকায় ঘোরাফেরা করতে পারছেন শ্রমিকরা। এছাড়া সেখানে বিদ্যুৎ সংযোগও আছে। ৭০০০ লিটার ধারণ ক্ষমতার প্রায় ২৫-৩০টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রয়োজনে টানেলে অক্সিজেন সরবরাহের কাজে আসবে সেগুলো।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের উত্তর কাশীতে সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মধ্যে তৈরি হওয়া সুড়ঙ্গে ধস নামে রবিবার ভোরে। সাড়ে চার কিলোমিটার লম্বা এই টানেলের ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নামে। সেখানে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। যার মধ্যে রয়েছেন বাংলার ৩ জন জয়দেব প্রামাণিক, মনির তালুকদার এবং শৌভিক পাখিরা। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল থেকে শুরু করে উদ্ধারকাজ।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...