Friday, November 7, 2025

সেদিন পা ছুঁয়েছিলে, আজ হৃদয় জিতলে, বিরাটে আপ্লুত শচীন

Date:

ইডেনে ছুঁয়েছিলেন। ওয়াংখেড়েতে টপকে গেলেন। মাঝে ফারাক মাত্র দশদিনের!

ভারতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলটা লং লেগ ও ডিপ উইকেটের মাঝে খেলে দৌড়ে দু’রান। আর তাতেই শচীন তেন্ডুলকরের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ক্যামেরা পলকে ধরল তাঁকে। ভিআইপি গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শচীন। মুখে তৃপ্তির হাসি। মাস্টার-ব্লাস্টারকে সেই মুহূর্তে দেখে মনে হচ্ছিল, ছাত্রের কীর্তিতে রীতিমতো আপ্লুত। এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা ক্রিকেট দুনিয়া।

ইডেনে বিরাটের সেঞ্চুরির পরেই অভিনন্দন জানিয়ে শচীন লিখেছিলেন, আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবে। নিজের ক্রিকেটীয় হিরোকে হতাশ করেননি বিরাট। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল কিং কোহলিকে অভিনন্দন জানিয়ে মাস্টার-ব্লাস্টারের বার্তা। যাতে শচীন লিখেছেন,—‘‘ভারতের ড্রেসিংরুমে প্রথমবার যখন তুমি আমার মুখোমুখি হয়েছিলে, তখন বাকি সতীর্থরা তোমাকে নিয়ে প্র্যাঙ্ক করছিল। তোমাকে বলা হয়েছিল, আমার পা ছুঁয়ে প্রণাম করবে। এটাই ভারতীয় ড্রেসিংরুমের প্রথা। তুমি সেই মজা ধরতে না পেরে আমার পা ছুঁয়েছিলে। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু আজ তুমি আমার হৃদয় জয় করে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি তোমার আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেদিনের সেই বাচ্চা ছেলেটা আজ ‘বিরাট’ প্লেয়ার। আমি সবথেকে বেশি খুশি, একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। আর বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে নজির গড়ার কৃতিত্বটাই আলাদা। তাও আবার আমার ঘরের মাঠে। ব্যাপারটা কেকের উপর চেরির মতো।

আরও পড়ুন- ‘জিততেই হবে, স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না’: শামি

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version