Sunday, May 4, 2025

জমি বি.বাদের জের! ভাইফোঁটায় দিদির শ্বশুরবাড়ি গিয়ে ম.র্মান্তিক পরিণতি ভাইয়ের

Date:

জমি বিবাদের (Land Problem) জের! আর সেই বিবাদকে কেন্দ্র করেই শুটআউটের ঘটনা ডায়মণ্ড হারবারে (Diamond Harbour)। বুধবার ছিল ভাইফোঁটা (Bhai Phonta)। আর এমন পবিত্র দিনে দিদির শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের। পুলিশ সূত্রে খবর, মৃত ভাইয়ের নাম মিঠুন সর্দার, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। তাঁর দিদির শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবারের সাতঘড়ায়।

দীর্ঘদিন ধরে জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে তাঁর দুই ভাই পরেশ ও অজয়ের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। তবে বুধবার ভাইফোঁটার দিন তা চরমে ওঠে। সকাল থেকেই শুরু হয় গালিগালাজ। বেলা যত বাড়তে থাকে, ততই অশান্তিও তুমুল আকার নেয়। অভিযোগ, সন্ধের দিকে ওই বিতর্কিত জমি ঘেরা পাঁচিল ভাঙার চেষ্টা করে পরেশ ও অজয়। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে মিঠুনের ভাগ্নি ও দিদি। তাঁরাই ফোনে অশান্তির কথা জানায় মিঠুনকে। বিষয়টি জানার পরই দিদির শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন মিঠুন। সঙ্গে ছিলেন তাঁর আরও এক ভগ্নীপতি। তবে এদিন সাতঘড়ায় দিদির বাড়িতে গেলে পরেশ এবং অজয় তাদের ভাইয়ের স্ত্রীর বাপের বাড়ির লোকজনকে টার্গেট করে। অভিযোগ, এরপরই মিঠুন ও তাঁর পরিবারের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। কিছু বুঝে ওঠার আগে আচমকাই গুলি চালাতে শুরু করে তারা। একটি গুলি মিঠুনের বুকে লাগে।

এদিন গুরুতর আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পরেশ ও অজয় মণ্ডল পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

 

 

 

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version