Monday, August 25, 2025

উত্তরকাশীতে টানেলে এখনও আ.টকে ৪০জন, নতুন মেশিন কা.টতে পেরেছে ২১ মিটার

Date:

উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে এখনও আটকে রয়েছেন ৪০জন নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধার করার জন্য ১২০ ঘণ্টার পরেও মরণপণ লড়াই চলছে। নতুন করে শক্তিশালী ড্রিল মেশিন আনা হয়েছে। শুক্রবার এই নতুন ড্রিল মেশিন সব মিলিয়ে ২১ মিটার কাটতে পেরেছে। বৃহস্পতিবার একটা বোল্ডারের কাছে গিয়ে আটকে যায় ওই আগের ড্রিল মেশিনটি। এবার এসেছে নতুন মেশিন।

এদিকে প্রথম দিকে উদ্ধারকারী দল খননযন্ত্র দিয়ে পাথর কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন।সেই সঙ্গেই নতুন করে যাতে ভেঙে না পড়ে সেটাও নজরে রাখা হয়েছে। Shortcrete method ব্যবহার করা হয়েছে উদ্ধারকাজে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে বাতাস ব্যবহার করে কংক্রিটে স্প্রে করা হয়। কিন্তু নানা কারণে সেই টেকনিক কাজ করেনি।

এরপর আগের মেশিন দিয়ে একটা পথ তৈরির চেষ্টা করা হয়েছিল। তারপর একটি পাইপ সেখান দিয়ে ঢুকিয়ে আটকে পড়া কর্মীদের বের করার জন্য পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু সেই কাজও মাঝপথে থমকে যায়। কারণ একটি বোল্ডারের কাছে এসে আটকে যায় ড্রিল মেশিন। এরপরই দিল্লি থেকে আরও শক্তিশালী ড্রিল নিয়ে আসা হয়।

আগের ড্রিলটি ছিল প্রতি ঘণ্টায় ১ মিটার প্রবেশ করতে পারবে। এটা ক্ষমতা ছিল ৩৫ হর্স পাওয়ার। আর এবার নয়া মেশিনটার ক্ষমতা ১৭৫-২০০ হর্স পাওয়ার। এটা প্রতি ঘণ্টায় ৫ মিটার প্রবেশ করতে পারবে। যদিও আটকে পড়া শ্রমিকদের আদৌ উদ্ধার করা যাবে কি না, সেটা সময়ই বলবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version