এবার বড় অঙ্কের জরিমানা দিতে হবে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেডকে (Axis Bank and Manappuram Finance Limited)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে একটি বিবৃতি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। RBI সূত্রে খবর ৯০লক্ষ ৯২ হাজার টাকা দিতে হবে অ্যাক্সিস ব্যাঙ্ককে (Axis Bank)। মনপ্পুরমকে (Manappuram Finance Limited) ৪২ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ঋণ সংক্রান্ত KYC নির্দেশিকা ও রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গের জেরেই অ্যাক্সিস এবং মনপ্পুরমের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্স লিমিটেডকে ২০ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে নিয়ম ভঙ্গের জেরে আরবিএল, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্ককে জরিমানা দিতে হয়েছে। কয়েকদিন আগেই বাজাজ ফাইন্যান্স লিমিটেডকেও মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।