Saturday, August 23, 2025

ইজরায়েল-হামাস যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, গণহত্যার নিন্দায় সরব মোদি

Date:

ইজরায়েল হামাসের যুদ্ধ চলছে গত ৪১ দিন ধরে। এই যুদ্ধের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এই ঘটনার নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া সংঘাতের আবহে নিজেদের মধ্যে সমন্বয়ের ডাক দিলেন তিনি।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভয়েস অফ গ্লোবাল সাউথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও হিংসার বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা। প্যালেস্তাইন জনগণের পাশে থাকার বার্তা শোনা যায় তাঁর মুখ থেকে। তাঁর কথায়, “আমরা সংযত থেকেছি। আমরা আলোচনা এবং কূটনীতির ওপর জোর দিয়েছি। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের কারণে সাধারণ মানুষের প্রাণহানির আমরা নিন্দা করছি।” শুক্রবার দিল্লিতে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হামাস-ইজরায়েল সংঘর্ষ প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলি নিয়ে তৈরি হয়েছে গ্লোবাল সাউথ গোষ্ঠী। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের ২২ এবং ২৩ জানুয়ারি ভয়েস অফ গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করেছিল ভারত। এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের অভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে ১২৫ টি দেশ।
আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে যখন প্রধানমন্ত্রী মোদি শান্তির বার্তা দিচ্ছেন, সেই একই সময় গাজায় হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কংগ্রেসও। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি বিবৃতি জারি করে বলেন, ” হামসের পাল্টা ইজরায়েল তাদের ওপর যে হামলা চালিয়েছে, সেটা গণহত্যা। এমনকী অপরিণত শিশু পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না। যুদ্ধের সময়ে এটা একেবারেই অপ্রত্যাশিত এবং ভয়ংকর ঘটনা। এই সমস্যার একমাত্র সমাধান হল যুদ্ধ বিরতি।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version