Monday, November 10, 2025

পাহাড়ি কন্যা হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির বধূ, বিয়ের আসর কার্শিয়ঙে

Date:

২০২২-র মার্চে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম জানিয়েছিলেন, এক পাহাড়ি কন্যা তাঁর পরিবারের বধূ হবেন। কৌতূহল শুরু হয় তখন থেকেই। এবার প্রকাশ্যে খবর, মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষা ছেত্রীর। আবেশের সঙ্গে একই কলেজে ডাক্তারি পড়ছেন তিনি।

ভেদাভেদ নয়, বাংলার সব প্রান্তের মানুষদের একজোট করে চলাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই বাংলার উত্তরে, পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এক প্রশাসনিক সভায় তিনি জানিয়েছিলেন, এক পাহাড়ি মেয়ে তাঁর পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষার। দীক্ষা ছেত্রী কার্শিয়ং-এর মেয়ে। যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। আবেশে ওই কলেজ থেকেই ডাক্তারি পাশ করেছেন। পড়াকালীনই দীক্ষার সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম।

৬ ডিসেম্বর বাগদান, ৭ তারিখ আবেশ-দীক্ষার বিয়ে। ওইদিনই কার্শিয়ং যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৫ বা ৬ ডিসেম্বরই পাহাড়ে যেতে পারেন তিনি। কারণ ওই সময়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুরাই থাকবেন কার্শিয়ঙে বিয়ের আসরে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। ৭ তারিখ বিয়ের পর দশ তারিখ কলকাতায় আবেশ-দীক্ষার বিয়ের রিসেপশন। সূত্রের খবর, ইকো পার্কে (Eco Park) একটি ম্যারেজ হলে আবেশের রিসেপশন।


Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version