Sunday, May 18, 2025

পাহাড়ি কন্যা হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির বধূ, বিয়ের আসর কার্শিয়ঙে

Date:

২০২২-র মার্চে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম জানিয়েছিলেন, এক পাহাড়ি কন্যা তাঁর পরিবারের বধূ হবেন। কৌতূহল শুরু হয় তখন থেকেই। এবার প্রকাশ্যে খবর, মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষা ছেত্রীর। আবেশের সঙ্গে একই কলেজে ডাক্তারি পড়ছেন তিনি।

ভেদাভেদ নয়, বাংলার সব প্রান্তের মানুষদের একজোট করে চলাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই বাংলার উত্তরে, পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এক প্রশাসনিক সভায় তিনি জানিয়েছিলেন, এক পাহাড়ি মেয়ে তাঁর পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষার। দীক্ষা ছেত্রী কার্শিয়ং-এর মেয়ে। যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। আবেশে ওই কলেজ থেকেই ডাক্তারি পাশ করেছেন। পড়াকালীনই দীক্ষার সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম।

৬ ডিসেম্বর বাগদান, ৭ তারিখ আবেশ-দীক্ষার বিয়ে। ওইদিনই কার্শিয়ং যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৫ বা ৬ ডিসেম্বরই পাহাড়ে যেতে পারেন তিনি। কারণ ওই সময়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুরাই থাকবেন কার্শিয়ঙে বিয়ের আসরে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। ৭ তারিখ বিয়ের পর দশ তারিখ কলকাতায় আবেশ-দীক্ষার বিয়ের রিসেপশন। সূত্রের খবর, ইকো পার্কে (Eco Park) একটি ম্যারেজ হলে আবেশের রিসেপশন।


Related articles

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...
Exit mobile version