Monday, December 22, 2025

কাজ না করেই মিলেছে বেতন! ১০ পুরসভার হাজিরা খাতা-বায়োমেট্রিক মেশিনের নথি খতিয়ে দেখবে ইডি

Date:

Share post:

পুর নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এবার নজরে থাকা সবকটি পুরসভার হাজিরার খাতা (Attendance Sheet) এবং বায়োমেট্রিক মেশিনের (Biometric Machine)  নথি দেখাতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাঁরা কাজ না করে বা কাজের জায়গায় কোনওরকম হাজিরা না দিয়েই বেতন নিয়েছেন। তবে তাঁরা কারা তা জানতে এবার ময়দানে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কিন্তু পুর নিয়োগ মামলার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তেমন কিছু অভিযোগ সামনে আনতে পারেননি ইডি আধিকারিকরা। যার কারণে হাই কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।

সূত্রের খবর, বর্তমানে ১০ পুরসভার নাম এক্ষেত্রে উঠে এসেছে। আর সেকারণেই ১০ পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের বিষয়টি। পরে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই ইডির স্ক্যানারে উঠে আসে কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম।

 

 

 

 

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...