Monday, November 3, 2025

কাজ না করেই মিলেছে বেতন! ১০ পুরসভার হাজিরা খাতা-বায়োমেট্রিক মেশিনের নথি খতিয়ে দেখবে ইডি

Date:

Share post:

পুর নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এবার নজরে থাকা সবকটি পুরসভার হাজিরার খাতা (Attendance Sheet) এবং বায়োমেট্রিক মেশিনের (Biometric Machine)  নথি দেখাতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাঁরা কাজ না করে বা কাজের জায়গায় কোনওরকম হাজিরা না দিয়েই বেতন নিয়েছেন। তবে তাঁরা কারা তা জানতে এবার ময়দানে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কিন্তু পুর নিয়োগ মামলার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তেমন কিছু অভিযোগ সামনে আনতে পারেননি ইডি আধিকারিকরা। যার কারণে হাই কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।

সূত্রের খবর, বর্তমানে ১০ পুরসভার নাম এক্ষেত্রে উঠে এসেছে। আর সেকারণেই ১০ পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের বিষয়টি। পরে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই ইডির স্ক্যানারে উঠে আসে কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম।

 

 

 

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...