বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর প্রস্তুতির মাঝেই আগু.নে ভ.স্মীভূত ভিডিও হল

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বিশ্বকাপের মেগা ফাইনালে সম্মুখ সমরে ভারত-অস্ট্রেলিয়া। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছে গোটা ক্রিকেট বিশ্ব। আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ১ লক্ষ ৩০ হাজার দর্শক থাকলেও কোটি কোটি মানুষ টিভির পর্দায় চোখ রাখবেন। আবার পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার হিড়িক লেগেছে। কেউ প্রজেক্টর ভাড়া করছে তো কেউ আবার এলইডি জায়ান্ট স্ক্রিন। আবার গ্রামের দিকে ভিডিও হল গুলি ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করছে।

কিন্তু বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ! খেলার আগেই পুড়ে ছাই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ভিডিও হল। আগুনে পুড়ে ছাই দুলদুলির জনপ্রিয় তুলসি ভিডিও হল। গত তিনদিন ধরে চলছিল জোরকদমে প্রচার। কিন্তু তারই মাঝে এমন অঘটনে সকলের মন খারাপ। শুক্রবার গভীর রাতে হঠাৎই ভিডিও হলে আগুন লেগে যায়। আগুনের তেজে ভস্মীভূত ভিডিও হলে থাকা একাধিক যন্ত্রপাতি-সহ দর্শকদের বসার জায়গা। প্রায় চল্লিশ বছরের পুরনো ভিডিও হল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Previous articleপাশে চন্দননগর পুলিশ কমিশনারেট, জগদ্ধাত্রী প্রতিমা দেখত বেরলেন প্রবীণরা
Next articleব্যবসার হাল আ.শানুরূপ নয়! ফের কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন