Sunday, August 24, 2025

রোহিত নয়, অন্য একজনও বিশ্বজয়ের ভাষণের অনুশীলন করছেন! মহুয়ার নিশানায় মোদি

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রবিবার আমেদাবাদে হাইভোল্টেজ বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। মহারণে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়ার। ঠিক ২০ বছর আগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতের কাছে বদলা নেওয়ার বিরাট সুযোগ।

এমন উত্তেজক আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হলে অধিনায়ক রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে বুঝতে অসুবিধা নেই, আত্ম প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া নিজে লেখেননি, তবে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, “ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরে কী ভাষণ দেবেন তার অনুশীলন শুরু করেছেন। তবে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা নয়।”

প্রসঙ্গত, বিরোধীরা বরাবর মোদিকে কটাক্ষ করে বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। যেমন, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশ জুড়ে চন্দ্রযানের ছবি, আর অর্ধেক অংশে মোদি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার ভারত যদি ক্রিকেটে বিশ্ব লজয়ী হয়, রোহিত-কোহলিদের সেই কৃতিত্বেও ভাগ বসাবেন মোদি, এমনই বলতে চেয়েছেন মহুয়া মৈত্র।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...