Tuesday, January 13, 2026

রোহিত নয়, অন্য একজনও বিশ্বজয়ের ভাষণের অনুশীলন করছেন! মহুয়ার নিশানায় মোদি

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রবিবার আমেদাবাদে হাইভোল্টেজ বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। মহারণে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়ার। ঠিক ২০ বছর আগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতের কাছে বদলা নেওয়ার বিরাট সুযোগ।

এমন উত্তেজক আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হলে অধিনায়ক রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে বুঝতে অসুবিধা নেই, আত্ম প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া নিজে লেখেননি, তবে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, “ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরে কী ভাষণ দেবেন তার অনুশীলন শুরু করেছেন। তবে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা নয়।”

প্রসঙ্গত, বিরোধীরা বরাবর মোদিকে কটাক্ষ করে বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। যেমন, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশ জুড়ে চন্দ্রযানের ছবি, আর অর্ধেক অংশে মোদি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার ভারত যদি ক্রিকেটে বিশ্ব লজয়ী হয়, রোহিত-কোহলিদের সেই কৃতিত্বেও ভাগ বসাবেন মোদি, এমনই বলতে চেয়েছেন মহুয়া মৈত্র।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...