Monday, August 25, 2025

বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

Date:

আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটও হাউসফুল। তবে এরই মধ‍্যে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে প্রশ্ন উঠেছে যে এই হাইভোল্টেজ ম‍্যাচে থাকবে না তো বৃষ্টির ভ্রুকুটি। জানা যাচ্ছে আবহওয়া অফিস জানাচ্ছে রবিবার আহমেদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

জানা যাচ্ছে রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আহমেদাবাদে। পরিস্কার আকাশ থাকবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে আদ্রতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই খবরে কিছুটা স্বস্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা।

এদিকে আহমেদাবাদের পিচ নিয়ে উঠছে বিতর্ক। বিতর্ক ওঠে যে এই পিচ পুরনো। যা নিয়ে শেষমেশ মুখ খুলেছেন দু’দলের অধিনায়ক। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেই পিচের থেকে এই পিচে ঘাস খানিকটা বেশি আছে। সেই ম্যাচের পিচ দেখে আরও শুকনো লাগছিল। এই পিচে খানিকটা প্রাণ আছে। ” ওপরদিকে অজি অধিনায়ক প‍্যাট কামিন্স বলেন,” এই সবে পিচটা দেখলাম। আমি খুব ভালো পিচ পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। আহমেদাবাদের মাঠকর্মীরা সবে পিচে জল দিয়েছে। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। এরপরই পরেই কামিন্স বলেন, “হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।”

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version