Monday, August 25, 2025

আজ আবার বিশ্বজয়? উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

চলতি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন কে ?
মহম্মদ শামি ‌।

কেন ? বিরাট কোহলি , ক্যাপ্টেন রোহিত , শুভমন , রাহুল , জাদেজা , শ্রেয়স , মিচেল , ম্যাক্সওয়েল , বুমরা , কুলদীপ , এঁরা কী দোষ করলেন ?

সত্যিই তাই । এঁরা সবাই প্রতিযোগিতার সেরার লড়াইয়ে অবশ্যই থাকবেন । এঁদের সকলেরই পারফরম্যান্স অনবদ্য । কিন্তু এখনও পর্যন্ত শামিই সেরার সেরা । ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনি না পেলে অবাক হবে ক্রিকেট বিশ্ব ।

শামির পারিবারিক জীবন অশান্ত । দেশের এক শ্রেণীর সমর্থকদের কাছে তিনি ‘গদ্দার ‘ । তিনি সামান্য ব্যর্থ হলেই তাঁর দিকে ধেয়ে আসে হাজার বিদ্রুপ । তাঁকে প্রতি ম্যাচেই দিতে হয় দেশপ্রেমের অগ্নিপরীক্ষা । অথচ সেই কোনঠাসা মানুষটিই বিশ্বকাপ-সেমিফাইনালের মতো বিশাল গুরুত্বপূর্ণ মঞ্চে একাই ৭টি উইকেট দখল করে দেশকে তুলে দিচ্ছেন স্বপ্নের ফাইনালে ! মনে রাখতে হবে চলতি বিশ্বকাপে প্রথম ৪টি ম্যাচে খেলার সুযোগ পান নি শামি । পঞ্চম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত শামির ধারাবাহিক সাফল্যের ধারেকাছে নেই কোনো ক্রিকেটার । ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ধারাবাহিক সাফল্যের যে অসামান্য নজির সৃষ্টি করে যাচ্ছেন মহম্মদ শামি , তা যে কোনো বোলারের কাছেই স্বপ্ন । বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট দখলের বিরল কৃতিত্বও ইতিমধ্যেই অর্জন করেছেন এই বোলার ।

তিনি বাদ পড়েছেন , বারবার ফিরেও এসেছেন , বারবার ঘুরে দাঁড়িয়েছেন । ভারতীয় ক্রিকেটের বর্তমান থিঙ্কট্যাঙ্ক কোচ রাহুল ও ক্যাপ্টেন রোহিত । দুজনেই প্রাজ্ঞ । দুজনেই খেলাটা বোঝেন দারুণ । দুজনেরই মাথা ঠাণ্ডা । অথচ দুজনেই একটা বড়ো ভুল করে চলেছিলেন একেবারে প্রথম ম্যাচ থেকেই । শামির মতো অসাধারণ একজন বোলারকে মাঠের বাইরে রেখে তাঁরা দল নামাচ্ছিলেন । আউটসুইং , ইনসুইং , স্লোয়ার ইত্যাদি সমস্ত কূটকৌশল যাঁর আয়ত্তে , তেমন একজনকে মাঠের বাইরে রাখার মতো বড়ো ভুল টানা করে চলেছিলেন রাহুল-রোহিত জুটি ।

শামি বরাবরই প্রতিভাবান । তার ওপর আবার সুইং-বাদশা ওয়াসিম আক্রমের কাছে বোলিংয়ের পাঠ নিয়েছেন তিনি । গুরু আক্রমও নিজের অধীত বিদ্যা উজাড় করে দিয়েছেন প্রিয় শিষ্যকে । দেওয়ার ক্ষমতা ও হৃদয় সবার থাকে না । নেওয়ারও যোগ্যতা থাকা চাই । এই দুই ক্ষেত্রেই আক্রম ও শামি প্রকৃত গুরু-শিষ্য জুটি । বোলারদের বধ্যভূমিতে এতো বড় মঞ্চে একজন বোলার একাই ৭ উইকেট দখল করছেন , ভাবা যায়?
শামি প্রকৃত অর্থেই একজন বড়মাপের বোলার । ব্যক্তিগত জীবনের হাজারো সমস্যা যিনি অতিক্রম করতে পারেন শুধুমাত্র বোলিং ক্যারিশমায় ।

রোহিত যেন ক্যাপ্টেন কুক । ক্যাপ্টেন কুল তো বটেই । নিজে ডাকাবুকো ব্যাটার । সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন । ব্যক্তিগত রেকর্ডের হাতছানিকে তুচ্ছতাচ্ছিল্য করেন । দেশ ও দলের স্বার্থে নিজেকে বলি দিতে কখনও দ্বিধা করেন না । শুরুতেই বিপক্ষ বোলারদের আক্রমণ করে তাদের ব্যাকফুটে ঠেলে দিতে জুড়ি নেই রোহিতের এবং এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই সফল তিনি । তিনি জানেন তিনি নিজে শুরুতেই আউট হয়ে গেলেও দলের হাল ধরার মতো অনেক ব্যাটার রয়েছেন তাঁর দলে ।

সঙ্গে এও উল্লেখ করতে হয় যে , এই ভারতীয় ক্রিকেট দলের ভারসাম্য অসামান্য । কপিল দেব , সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির পরে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে অবশ্যই আসবে রোহিতের নাম । তবে হ্যাঁ , রোহিত যা দল পেয়েছেন , তেমন ব্যালান্সড দল আগের অধিনায়কেরা কেউই পান নি । ভারতের বোলিং স্কোয়াড এই মুহূর্তে বিশ্বসেরা । ব্যাটিং বিভাগে প্রবীণ ও নবীনের অসাধারণ সমন্বয় । চমৎকার ফিল্ডিং সাইড । আর কি চাই ?

শামির রুদ্রমূর্তি দেখে অনেকেই যেমন বলেছেন ‘ শামি-ফাইনাল ‘ , ঠিক তেমনই ভারতের সামনে অন্য দলগুলোর কুঁকড়ে যাওয়া দেখে অনেকেই বলতে শুরু করেছেন ‘ এবার না হলে নেভার ‘ । খুব একটা ভুল বলছেন না তাঁরা ।

মাত্র ২১২ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার মতো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যেভাবে কোনঠাসা করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা , তা দেখে বিস্তর আনন্দ পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা । কিন্তু শেষরক্ষা হয় নি । শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া । তারাই আজ ফাইনাল খেলতে নামছে ভারতের বিপক্ষে । মনে রাখতে হবে এই বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ের খেলায় সবকটি দলই হেরেছে ভারতের কাছে , অস্ট্রেলিয়াও । আজ আবার তারা মুখোমুখি । ষষ্ঠবার কাপ জয়ের লক্ষ্যে নামবে অজিরা, আমেদাবাদে । পারবে কি ? ধারাবাহিকতার বিচারে ভারত এবার তাদের চেয়ে ঢের এগিয়ে । পারফরম্যান্সের নিরিখেও । কিন্তু তবুও ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই । অনিশ্চিয়তার এই খেলায় কোনো ভবিষ্যদ্বাণী খাটে না । ভারত এর আগে দু’বার বিশ্বকাপ জিতেছে । এবার জিতলে তৃতীয়বার বিশ্বজয়ের স্বাদ পাবে তারা । টানা দশটা ম্যাচে জিতে এই মুহূর্তে তারা এসে দাঁড়িয়েছে ঠোঁট থেকে কাপের দূরত্বে । মনে তো হচ্ছে তীরে এসে তরী ডুববে না তাদের । যদিও খেলাটার নাম ক্রিকেট , তবু , আর মাত্র একটা ম্যাচ জিততে হবে ভারতকে । তাহলেই আবার বিশ্বজয় । দারুণ সাহসী ও আগ্রাসী ক্রিকেট খেলেছে ভারত । ডাকাবুকো , ভয়ডরহীন ক্রিকেট । দলটাকে দেখে মনে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ একটা দল , যাদের একমাত্র লক্ষ্য তৃতীয়বার বিশ্বকাপ জয় ।
শোনা যায় ভাগ্যলক্ষী নাকি সবসময় সাহসীদের সঙ্গেই থাকেন ।‌

হবে না ? হবে না কি আরেকবার বিশ্বজয় ? হৃদয় বলছে ‘ হবে ‘ । মগজও বলছে ‘ হবে ‘ । অবশ্যই হবে । এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলপতি রোহিতের পৌরহিত্যে চূড়ান্ত পেশাদার ক্রিকেট উপহার দিচ্ছে ভারত । সকলেরই পাখির চোখ বিশ্বকাপ । ভারত না জিতলে অবাক হবে সারা পৃথিবী । ছুটছে অশ্বমেধের ঘোড়া দুরন্ত বেগে ।

আরও পড়ুন- কংগ্রেসকে ন.কল করার ব্যর্থ চেষ্টা করছে বিজেপি, প্রধানমন্ত্রীকে তো.প মল্লিকার্জুন খাড়গের

spot_img

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...