Saturday, November 15, 2025

সামনেই মরুরাজ্যে নির্বাচন, BJP প্রার্থীদের ‘গুণপনা’ দেখে চক্ষু চড়কগাছ!

Date:

২৫ নভেম্বর ভোট মরুরাজ্যে। প্রচার তুঙ্গে। এরইমধ্যে সামনে এসছে প্রার্থীদের পরিচয়। আর তাঁদের গুণপনা দেখে চক্ষু চড়কগাছ সবার। বিশেষ করে গেরুয়া শিবিরের প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, খুনসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, এমন অনেক প্রার্থী আছেন যাঁরা নামটাও সই করতে পারেন না।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিপারেশনস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে (Rajasthan) ২০০ টি আসনের জন্য মোট ১,৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৩২৬ অর্থাৎ ১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর সব থেকে বেশী মামলা রয়েছে BJP প্রার্থীদের বিরুদ্ধে। ২০০ টি আসনের রাজস্থান বিধানসভার বিজেপির প্রার্থী তালিকার মধ্যে রিপোর্ট অনুযায়ী, ৩১শতাংশ BJP প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অপরাধী প্রার্থীদের পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যাও বাড়ছে। ১৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৬৫১ জন প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এমনকী এডিআর রিপোর্ট অনুযায়ী একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। একইভাবে ৩৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির সর্বাধিক ৮৮ শতাংশ প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪১ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ৪৯ শতাংশ স্নাতক বা তার বেশি ১৩৭ জন নিজেদের নাম সই করতে পারেন এবং ১১ জন নিরক্ষর।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version