Tuesday, August 26, 2025

বিশ্বকাপ ট্রফিতে কতটা পরিমাণ সোনা বা রুপো থাকে, ট্রফিটির দামই বা কত?

Date:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের মেগা ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপে সোনালী ট্রফি নিয়ে জানার কৌতূহল থাকে সমর্থকদের মধ্যে। কতটা পরিমাণ সোনা বা রুপো থাকে, ট্রফিটির দামই বা কত এই নিয়ে জানতে চান অনেকেই। বিশ্বকাপের ট্রফি নিয়ে রয়েছে অনেক ইতিহাস।

প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ১৯৭৫ সালে। ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মোট তিনটি বিশ্বকাপ আয়োজিত হয় ৬০ ওভারের। তার পরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৮৭ সাল থেকে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হয়। সমস্ত বিশ্বকাপই হয় লাল বল ও সাদা জার্সিতে। ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে শুরু হয় রঙিন জার্সি ও সাদা বলে। যে রেওয়াজ এখনও চলে আসছে। তবে ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও তখন এখনকার মত ট্রফি দেওয়া হতো না। বর্তমান যে ট্রফিটি রয়েছে সেটি দেওয়া শুরু হয় ১৯৯৯ বিশ্বকাপ থেকে। তার আগে প্রতিটি দেশকে দেওয়া হতো আলাদা আলাদা ডিজাইনের বিশ্বকাপ ট্রফি।

ট্রফির নকশা ও ট্রফি লন্ডনভিত্তিক গারার্ড এন্ড কোং তৈরি করে।বর্তমান ওয়ার্ল্ড কাপ ট্রফিটির ডিজাইন করতে আইসিসি চেয়েছিল একটি ব্যতিক্রমী কিছু। যা একই সঙ্গে প্রকাশ করছে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব।

বর্তমান ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তিনটি রৌপ্য দণ্ডের উপর একটি সোনালী গোলক স্থাপন করা হয়েছে। যা একই সঙ্গে ক্রিকেট বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো।

বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো। অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপো দিয়ে তৈরি। যা একদমই ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা ও রুপোর জলে ভেজানো হয়েছে। তবে বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন। বর্তমান ক্রিকেট বিশ্বকাপ ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় বিশ্বকাপ ট্রফিটির দাম প্রায় ২৫ লক্ষ টাকা।

শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১২টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। যার মধ্যে ১৯৯৯ সাল থেকে ৬টি বিশ্বকাপ হয়ছে বর্তমান ট্রফিতে। ট্রফিটির নীচের দিকে বিশ্বকাপের সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখার জায়গা রয়েছে। সর্বমোট ২০টি নাম লিপিবদ্ধ করা যাবে। তারপর পরিবর্তন হবে এই ট্রফির। মূল ট্রফিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিকল্প হিসেবে একটি ট্রফি বিজয়ী দলকে স্থায়ীভাবে দেওয়া হয়।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version