বাংলাদেশে শো করতে গিয়ে বি.পাকে ইমন! সাহায্য চাইছেন সোশ্যাল মিডিয়ায়

ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল (World Cup final) খেলা না দেখতে পারার আশ.ঙ্কা করে রীতিমতো সাহায্য চাইছেন তিনি।

ওপার বাংলায় অনুষ্ঠান করতে গিয়ে মহা সমস্যায় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। একদিকে যখন বিশ্বকাপের ফাইনালে (ICC ODI World Cup 2023) জন্য আজ টালিগঞ্জে অলিখিত ছুটি। সিনেমা থেকে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই প্ল্যান করে নিয়েছেন কী ভাবে, কোথায় প্রিয়জনদের সঙ্গে খেলা দেখবেন। কুড়ি বছর আগের প্রতিশোধ নিতে মরিয়া ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কোথাও পাড়ায় টাঙানো হল জাতীয় পতাকা, কোথাও আবার সকাল থেকে শুরু হয়েছে হোম যজ্ঞ। সুপার সানডেতে মেগা ফাইনাল দেখার আমেজে অনেকে আবার আজ ক্লাবেই পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছেন। বড় বড় শপিংমলে টাঙানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। কেউ আবার মোবাইলের ডেটা লিমিট বাড়িয়ে নিচ্ছেন। উন্মাদনায় সামিল সাধারণ মানুষ থেকে তারকা। ব্যতিক্রম নন গায়িকা ইমন চক্রবর্তীও (Singer Imon Chakroborty)। কিন্তু তিনি এখন দেশের বাইরে অনুষ্ঠান করতে গেছেন। বাংলা তথা দেশ জুড়ে বিশ্বকাপ জ্বরে যখন প্রত্যেক ভারতীয় কাবু, তখন পদ্মা পাড়ে (Bangladesh ) মহা সমস্যায় পড়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তালিকা। ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল (World Cup final) খেলা না দেখতে পারার আশঙ্কা করে রীতিমতো সাহায্য চাইছেন তিনি। ব্যাপারটা কী?

যাঁরা টেলিভিশনে ম্যাচ দেখবেন সেই সংখ্যাটার পাশাপাশি মোবাইলে লাইভ স্ট্রিমিং (Live Streaming) দেখা দর্শকের পরিসংখ্যানটাও কম নয়। কিন্তু সমস্যা হল মুঠোফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যায়, সেই অ্যাপটি বাংলাদেশে অচল। আর এতেই মন খারাপ ইমনের (Iman Chakraborty)। রীতিমতো চিন্তিত হয়ে ফেসবুকে গায়িকা লেখেন, “ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও উপায় বাতলে দাও।” ব্যাস এরপরই গায়িকার পরিত্রাতা হয়ে কমেন্ট বক্সে উঠে এসেছে একাধিক সাজেশন। ২২ গজের যুদ্ধক্ষেত্রে কুড়ি বছর আগের প্রতিশোধ নিক রোহিত- বিরাটরা(Rohit Sharma -Virat Kohli), এখন এই আশায় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেশের ক্রীড়া প্রেমীরা।



Previous articleবিশ্বকাপে কি একই থাকবে প্রথম একাদশ, নাকি বদল আনছেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক?
Next articleবিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা ৯ ক্রিকেটারের নাম প্রকাশ আইসিসির