Saturday, May 3, 2025

শহরে বায়ুদূ.ষণের মাত্রা কমাতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ! একগুচ্ছ নির্দেশ মেয়রের   

Date:

শহরে কোনওমতেই বাড়তে দেওয়া যাবে না বায়ুদূষণ (Air Pollution)। ফের স্পষ্ট নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim)। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়েছে। রীতিমতো দম বন্ধ হওয়ার জোগাড় দিল্লিবাসীর। আর সেই পরিস্থিতি মাথায় রেখেই তৎপর মেয়র। ফিরহাদ সাফ জানিয়েছেন, শহরের কিছু জায়গায় বায়ুদূষণের পরিমাণ বেশি। যেমন, চিংড়িঘাটা বা ক্যাথি়ড্রাল রোড। এই সব জায়গার বাতাসের গুণগত মান বেশ খারাপ। সেখানে দূষণ কমাতে মিস্ট ক্যানন চালানো হবে। সঙ্গে চালানো হবে স্প্রিঙ্কলারও।

এদিকে কলকাতার বায়ুদূষণের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পরিবেশ দূষণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি কলকাতার বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দেন। ফিরহাদ বলেন,  মাসখানেক আগে পুরসভার একটি কমিটি মিস্ট ক্যানন চালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে অবশ্য সেই নির্দেশ তুলে নেওয়া হয়। কিন্তু এখনও সেই মিস্ট ক্যানন চালানোর কাজ শুরু হয়নি। এই খবর কানে আসতেই মেয়র নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব শহরে মিস্ট ক্যানন চালাতে হবে। তবে মিস্ট ক্যানন চালানোর ক্ষেত্রে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যাও রয়েছে।

উল্লেখ্য, শহরের দূষণ কমাতে মিস্ট ক্যানন ও স্প্রিঙ্কলার চালাতে যে পরিমাণ এলপিজির প্রয়োজন হয়, তা পর্যাপ্ত পরিমাণে মজুত নেই কলকাতা পুরসভার হাতে। সেকারণেই পুর আধিকারিকদের মেয়র নির্দেশ দিয়েছেন, বেঙ্গল গ্যাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই সমস্যা মিটিয়ে শীতের মরসুমে শহরের বায়ুদূষণ রোধের কাজ শুরু করতে। দ্রুত এই কাজ শুরু হলে বায়ুদূষণের হাত থেকে বাঁচবেন শহরবাসী।

 

 

 

 

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...
Exit mobile version