Monday, November 17, 2025

শহরে বায়ুদূ.ষণের মাত্রা কমাতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ! একগুচ্ছ নির্দেশ মেয়রের   

Date:

শহরে কোনওমতেই বাড়তে দেওয়া যাবে না বায়ুদূষণ (Air Pollution)। ফের স্পষ্ট নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim)। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়েছে। রীতিমতো দম বন্ধ হওয়ার জোগাড় দিল্লিবাসীর। আর সেই পরিস্থিতি মাথায় রেখেই তৎপর মেয়র। ফিরহাদ সাফ জানিয়েছেন, শহরের কিছু জায়গায় বায়ুদূষণের পরিমাণ বেশি। যেমন, চিংড়িঘাটা বা ক্যাথি়ড্রাল রোড। এই সব জায়গার বাতাসের গুণগত মান বেশ খারাপ। সেখানে দূষণ কমাতে মিস্ট ক্যানন চালানো হবে। সঙ্গে চালানো হবে স্প্রিঙ্কলারও।

এদিকে কলকাতার বায়ুদূষণের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পরিবেশ দূষণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি কলকাতার বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দেন। ফিরহাদ বলেন,  মাসখানেক আগে পুরসভার একটি কমিটি মিস্ট ক্যানন চালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে অবশ্য সেই নির্দেশ তুলে নেওয়া হয়। কিন্তু এখনও সেই মিস্ট ক্যানন চালানোর কাজ শুরু হয়নি। এই খবর কানে আসতেই মেয়র নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব শহরে মিস্ট ক্যানন চালাতে হবে। তবে মিস্ট ক্যানন চালানোর ক্ষেত্রে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যাও রয়েছে।

উল্লেখ্য, শহরের দূষণ কমাতে মিস্ট ক্যানন ও স্প্রিঙ্কলার চালাতে যে পরিমাণ এলপিজির প্রয়োজন হয়, তা পর্যাপ্ত পরিমাণে মজুত নেই কলকাতা পুরসভার হাতে। সেকারণেই পুর আধিকারিকদের মেয়র নির্দেশ দিয়েছেন, বেঙ্গল গ্যাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই সমস্যা মিটিয়ে শীতের মরসুমে শহরের বায়ুদূষণ রোধের কাজ শুরু করতে। দ্রুত এই কাজ শুরু হলে বায়ুদূষণের হাত থেকে বাঁচবেন শহরবাসী।

 

 

 

 

Related articles

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...
Exit mobile version