কলকাতার (Kolkata) পাশাপাশি দক্ষিণবঙ্গে শীতের (Winter) আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকেই দুই বঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। গত ২ দিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রোদঝলমলে আকাশ দেখা গিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় কেটে যেতেই পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আর সেই আশঙ্কাকে সত্যি করেই রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ। তবে আগামী কয়েকদিনের মধ্যে শীত বাড়ার সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুতেই ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

এদিকে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও রাতের তাপমাত্রা কমবে। পাশাপাশি আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরার নিম্নচাপ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশের শক্তি কমে নিম্নচাপে পরিণত হবে। তা উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় প্রভাব ফেলবে বলে জানা যাচ্ছে।
