ICC WC ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী-সোনিয়া-রাহুলের

ICC World Cup 2023 জ্বরে কাবু সারা দেশ। গোটা ভারতই যেন গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত। টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা চলছে দেশের সব প্রান্তে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধী।

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “টিম ইন্ডিয়াকে শুভকামনা।
১২০ কোটি ভারতবাসী আজ তোমাদের উৎসাহ দেবে।
ভালোভাবে খেলো। খেলোয়ার সুলভ মানসিকতা বজায় থাকুক। উজ্জ্বল হও।”
https://x.com/narendramodi/status/1726131218570186816?t=U8z9ZDHAou0DwjoxyBR7LA&s=08

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, “ঐতিহাসিক মুহূর্তে ও বিশ্বের সবচেয়ে নাটকীয় ক্রিকেট যুদ্ধের প্রাক্কালে টিম ইন্ডিয়ার প্রত্যেকে শুভেচ্ছা। সারাদেশ তোমাদের জয়ের অপেক্ষা করছে।
সাফল্যের চূড়ায় তোমাদের আরোহরণের অপেক্ষায় দেশ। আমাদের সকলকে গর্বিত করো।”
https://x.com/MamataOfficial/status/1726119726106152992?t=FX5DG4X66fFpDMYlGcc7Cg&s=08

সোনিয়া গান্ধী (Sonia Gandhi) তাঁর ভিডিও বার্তায় বলেছেন, “বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য পারফরম্যান্সকে কুর্নিশ জানাই। তোমরা দেশকে গর্বিত, আনন্দিত করেছ। বিশ্বকাপজুড়ে তোমাদের জয়যাত্রা অনেককে অনুপ্রেরণা দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে যেমন, একতা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে। এই শিক্ষা শুধু খেলার মাঠ নয়, জীবনের প্রতি ক্ষেত্রেই কাজে লাগবে। ক্রিকেট সবসময় আমাদের দেশকে ঐক্যবদ্ধ করেছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জেতার সব দক্ষতা রয়েছে। দেশবাসী সবসময় দলের পাশে রয়েছে।”

রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে নীল জার্সিদের শুভকামনা।
নির্ভয় খেলো। ১০০ কোটি হৃদয়ে তোমাদের স্পন্দন। বিশ্বকাপ ঘরে আনো।
জিতেগা ইন্ডিয়া”
https://x.com/RahulGandhi/status/1726134859486085285?t=58mZqioIZDXFqY1w_Gy45Q&s=08

আর কিছুক্ষণের অপেক্ষা। তার পরই শুরু বিশ্বকাপ ICC World Cup 2023 ফাইনাল। সারা দেশের চোখ আজ টিম ইন্ডিয়ার দিকে।

Previous articleঅষ্টম দিনেও অধরা সমাধানসূত্র! দ্রুত উদ্ধারকাজ শুরু করতে কা.তর আর্জি শ্রমিকদের
Next articleআরও নামবে পারদ! কবে থেকে বাড়বে শীত? সুখবর শোনাল হাওয়া অফিস