Tuesday, August 26, 2025

বিদেশি পণব.ন্দিদের হাসপাতালে ঢুকিয়েছিল হামা.স, ভিডিও প্রকাশ্যে আনল ইজরায়েল

Date:

৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর বিদেশি পণবন্দিদের ধরে নিয়ে এসে গাজার হাসপাতাল ঢুকিয়েছিল হামাস। রবিবার সেই সব ভিডিও প্রকাশ্যে আনা হলো ইজরায়েলের তরফে। সেনার তরফে দাবি করা হয়েছে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।

ইজরায়েল সেনার তরফে আল শিফা হাসপাতালের যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুই পণবন্দিকে। এই দুজন নেপাল ও থাইল্যান্ডের বাসিন্দা। ইজরায়েল থেকে এদের বন্দি করে গাজার হাসপাতালে আটকে রাখা হয়েছিল হামাসের তরফে। যদিও ওই বিদেশী নাগরিকেরা এখন কোথায় তা জানা যায়নি। ইজরায়েলি সেনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, চার জন মিলে ধরে ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে হাসপাতালের ভিতরে নিয়ে যাচ্ছেন। তাঁদের প্রত্যেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। ওই ব্যক্তির পরনে হাফ প্যান্ট। ঘরোয়া পোশাকেই তাঁকে তুলে আনা হয়েছে। এ ছাড়া, আর এক জনকে গুরুতর জখম অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

ইতিমধ্যেই গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার দাবি, ওই হাসপাতালকেই ঢাল বানিয়েছে হামাস। সেখানে তাদের ঘাঁটি রয়েছে। প্যালেস্টিনীয় সশস্ত্র সংগঠনের সদস্যেরা হাসপাতালের নীচে সুড়ঙ্গও খুঁড়েছেন বলে দাবি ইজরায়েলের। উত্তর গাজার পর দক্ষিণ গাজাতে লাগাতার হামলা শুরু হয়েছে। গাজায় সেনা হামলায় গত দেড় মাসে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে পাঁচ হাজার শিশু।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version