Friday, May 9, 2025

লোহিত সাগরে ছি.নতাই ভারতগামী পণ্যবাহী জাহাজ! নেপথ্যে কারা? ইরানকে ক.ড়া বার্তা ইজরায়েলের

Date:

Share post:

ভারতের (India) দিকে আসা একটি আন্তর্জাতিক পণ্যবাহী কার্গো জাহাজ (Cargo Ship) লোহিত সাগরে হাইজ্যাকের (Hijack) অভিযোগ। ইরানের (Iran) হুথি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ইজরায়েলের (Israel) এমন চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ইজরায়েলের স্পষ্ট অভিযোগ, হুথি জঙ্গিদের একটি দল যে পণ্যবাহী জাহাজটিকে হাইজ্যাক করেছে, সেই জাহাজটি তুরস্ক থেকে ভারতের দিকে যাচ্ছিল। আর এই হাইজ্যাকের পিছনে সরাসরি যোগাযোগ রয়েছে ইরানের। পাশাপাশি এমন ঘটনাকে জঙ্গি কার্যকলাপ বলে অভিহিত করেছে ইজরায়েল।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ব্রিটিশ মালিকানাধীন ও জাপান চালিত পণ্যবাহী জাহাজটি ইরানের মিত্র হুথি জঙ্গিরা হাইজ্যাক করেছে। যদিও জাহাজটিতে কোনও ইজরায়েলি নাগরিক ছিলেন না বলেই জানা গিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের এই ঘৃণ্য জঙ্গি কার্যকলাপ বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল। জাহাজে ছিলেন ২৫ জন কর্মী। এই ২৫ জন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো-সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে। বর্তমানে জাহাজটিকে লোহিত সাগর থেকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। হুথি বিদ্রোহীদের সামরিক ইউনিটের এক মুখপাত্র বলেছেন, আমরা জাহাজের ক্রু মেম্বারদের সঙ্গে ইসলামিক নিয়ম-কানুন অনুযায়ী আচরণ করছি। জানা গিয়েছে, হুথি বিদ্রোহীরা প্রথমে জাহাজের দিকে একটি হেলিকপ্টার পাঠায় এবং তারপর যোদ্ধারা তা থেকে অবতরণ করে এবং ছিনতাই করে।

ঘটনায় সরাসরি ইরানকে একহাত নিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সচিবালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে। গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর হুথি সরাসরি প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে। এই আবহে জাহাজ ছিনতাইয়ের দাবি-পাল্টা দাবি নিয়ে পশ্চিম এশিয়ার রাজনীতি ফের সরগরম হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে প্যালেস্টাইনের ওপর অগ্রাসন বন্ধ না করলে হুথি জঙ্গিদের এমন কার্যকলাপ চলবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ড্রোন হামলাও অব্যাহত থাকবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance)...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে ভুয়ো পোস্ট, হোয়াটসঅ্যাপে দেশবিরোধী স্ট্যাটাস দেওয়ায় সাসপেন্ড অধ্যাপিকা

ভারত- পাক উত্তেজনার আবহে সেনাবাহিনীর অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে বিতর্কিত পোস্ট করার জেরে চাকরি থেকে সাসপেন্ড হতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৯ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

নতুন পোপকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ভ্যাটিকান সিটির নতুন পোপ নির্বাচিত হয়েছেন লিও দ্য ফোর্টিন (Leo XIV)। আমেরিকা থেকে প্রথমবার কোনও ক্যাথলিক বিশপ পোপ...