Monday, August 25, 2025

নয়া অ.জুহাত! রাজ্যকে চিঠি গ্রামোন্নয়ন মন্ত্রকের, টাকা আটকানোর ছুতো কেন্দ্রের: তো.প প্রদীপের

Date:

বাংলাকে বঞ্চিত করার নতুন অজুহাত মোদি সরকারের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসঙ্গতির অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি (Letter) দিয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের উপসচিবের পাঠানো ওই চিঠিতে গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের জেলাভিত্তিক কয়েকটি অসঙ্গতির অজুহাত তুলে রাজ্য সরকারকে সংশ্লিষ্ট বিষয়ে গৃহীত পদক্ষেপের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদীপ মজুমদার (Pradip Majumder)। ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রী বলেন, “চিঠির বয়ানেই পরিষ্কার যে কেন্দ্র এখন টাকা না দেওয়ার আবার নতুন একটা ছুতো খুঁজে বের করতে চাইছে। লোগো-সহ অদ্ভূত সব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে।“

গত মার্চে রাজ্যে আবাস প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক প্রতিনিধিদল রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করে। তাদের রিপোর্টের ভিত্তিতেই এই চিঠি বলে জানিয়েছে কেন্দ্র। চিঠিতে রাজ্যের ৩ জেলা– কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে বেশ কিছু অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আবেদনকারীদের অনেকের ক্ষেত্রে ঠিকঠাক নথি যাচাই না করেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছে।

এই বিষয়গুলি নিয়ে প্রদীপ মজুমদার (Pradip Majumder) তীব্র খোঁচা দেন। বলেন, “এই প্রশ্নগুলি তুলতে কেন পাঁচ মাস সময় লাগলো! আসলে আমরা এই ইস্যুতে যে আন্দোলন শুরু করেছি তাতে ওরা ভয় পেয়েছে। তাই বাংলার প্রতি বঞ্চনাকে justify করতে চিঠি দেওয়ার নাটক করছে। এতদিন ছুটি ছিল। অফিস খুললে আমরা চিঠির বয়ান খতিয়ে দেখে প্রয়োজনে উত্তর দেব।“

চিঠিতে আরও অজুহাত দেওয়া হয়েছে যে, নদিয়ায় ২০১৮ সালের আবাস প্লাস প্রকল্পের জন্য সার্ভে ঠিকঠাক করা হয়নি। যে মাপকাঠির কথা বলা ছিল, তা ঠিকঠাক মানা হয়নি বলে অভিযোগ।

 

কেন্দ্রের অভিযোগ, কালিম্পং-এ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর লোগো সব জায়গায় ব্যবহার করা হয়নি। কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন পরিদর্শনে এসেছিল, তখন সাতটি বাড়ির মধ্যে চারটিতে প্রকল্পের লোগো ব্যবহার করা হয়েছিল। বাকি তিনটির মধ্যে ২টিতে কোনও লোগো ছিল না এবং একটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর লোগো ছাপানো ছিল অভিযোগ কেন্দ্রের।

 

দক্ষিণ ২৪ পরগনার আধা-পাকা বাড়িতে থেকে এক ব্যক্তির নাম আবাস যোজনা (গ্রামীণ)-এর তালিকায় উঠে এসেছে বলে অভিযোগ কেন্দ্রের। এ বিষয়ে ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের রিপোর্ট পাঠাতে হবে মন্ত্রকে।

 

১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পগুলি নিয়ে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কলকাতায় ২ দিনের ধর্নায় বসেছিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি পর্যন্তও সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল। একই অভিযোগে গত মে-তে ৩২ ঘণ্টার ধর্নায় বসে মহিলা তৃণমূল কংগ্রেস। গত মাসের গোড়ায় বকেয়ার দাবিতে আন্দোলন চরমে পৌঁছয়। ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধিদল। কিন্তু দেখা করতে চাননি।

 

এবার নয়া অজুহাতে বাংলার টাকা আটকাতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবারই কেন্দ্রের ওই চিঠির জবাব দেওয়া হবে বলে পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version