BGBS-এর মঞ্চে রাজ্য সঙ্গীত, ইন্দ্রনীল-বাবুলের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী

বাংলার রাজ্য সঙ্গীত ঘোষণার পর এটাই প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বণিকসভা ও তাবড় শিল্পপতিদের সামনে গাওয়া হল বাংলার রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল…’। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) গলা মেলালেন রাজ্য সংগীতে। সঙ্গী দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। ছিলেন রূপঙ্কর, মনোময়রাও। ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল BGBS-এর মঞ্চ।

কিছুদিন আগেই এই গানকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগেই করা হয়েছে রাজ্য সঙ্গীত। রাজ্য সঙ্গীত হওয়ার পরে এই প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হল। এর আগে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গাওয়া হয়েছিল রাজ্য সঙ্গীত।


Previous articleকাতারে কাছে ৩-০ গোলে হারল ভারত
Next articleভিড় মেট্রোয় শ্লী.লতাহানি! সাহায্য না পেয়ে নেটদুনিয়ায় ক্ষো.ভ উ.গরে দিলেন বান্ধবী