আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার BGBS-এ ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। থাকবেন বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরাও। ব্রিটেন থেকে এসেছে ৫৫ জনের প্রতিনিধি দল। স্পেন থেকে আসছেন ৮ জন। এছাড়াও দেশ-বিদেশি বহু শিল্পপতি এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে শিল্প দফতর সূত্রে খবর। এবার বিশেষ নজর থাকছে স্পেন ও দুবাইয়ের শিল্পগোষ্ঠীগুলির উপর।


লক্ষ্য রাজ্যের জন্য বিনিয়োগ ও কর্মসংস্থান। সেই কারণেই পুজোর আগে স্পেন ও দুবাইয়ে গিয়ে একাধিক শিল্প বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। শিল্প সম্মেলনের পাশাপাশি বিভিন্ন শিল্পগোষ্ঠীর কর্ণাধার ও প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রিলায়েন্স গোষ্ঠীর চেয়াররম্যান মুকেশ আম্বানি, হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানি, আইটিসি’র চেয়ারম্যান সঞ্জীব পুরী, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা-সহ দেশের প্রথম সারির ৩৫ জন শিল্পপতি উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন।


তৃতীয়বার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন, এবার তাঁর লক্ষ্য শিল্পায়ন। এবার BGBS-এ জোর দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের উপর। পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ বছরে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ বেড়েছে। পর্যটন, চার্মশিল্পেও নজরকাড়া বিনিয়োগ হয়েছে। আবাসন শিল্পেও বিনিয়োগের হার বিপুল বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরা হবে BGBS-এ। দুদিনের শিল্প সম্মেলনের শেষেই জানানো হবে কত বিনিয়োগ এলো বাংলায়।












